রাতের অন্ধকারে পুড়ল চা ও ইলেকট্রনিক্সের দোকান, পুজোর মুখে মাথায় হাত দুই ব্যবসায়ীর!

দুর্গাপূজার আর মাত্র কয়েক দিন বাকি। এর মধ্যেই বড় ধরনের ক্ষতির মুখে পড়লেন বাঁকুড়ার দুই দোকানদার। বৃহস্পতিবার রাতে বাঁকুড়া জেলার ইন্দাস থানার নারায়ণপুর গ্রামে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে একটি চায়ের এবং একটি ইলেকট্রনিক্সের দোকান। এই ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানদাররা।

জানা গেছে, নারায়ণপুর গ্রামের বাসিন্দা রাকেশ চন্দ্র দাস একটি ইলেকট্রনিক্সের দোকান চালান, যেখানে টোটো সারাইয়ের কাজও হয়। তার পাশেই বচ্চন বাগদী নামের আরেক ব্যক্তির চায়ের দোকান। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ তারা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। মধ্যরাতে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ফোনে তারা খবর পান, তাদের দোকানে আগুন লেগেছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা দেখেন, দুটি দোকানই দাউদাউ করে জ্বলছে এবং ভেতরে থাকা সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে গেছে।

দুই দোকানদারের দাবি, দুর্গাপূজার জন্য দোকানে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ করা ছিল। কিন্তু আগুনের কারণে সব কিছু নষ্ট হয়ে গেছে। তাদের অনুমান, এই দুই দোকান মিলিয়ে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ব্যবসায়ীদের ধারণা, শত্রুতার জেরে কেউ বা কারা এই আগুন লাগিয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পুজোর মুখে এমন ভয়াবহ ক্ষতিতে দুই দোকানদারের কপালে এখন চিন্তার ভাঁজ। এই ক্ষতি থেকে কীভাবে তারা ঘুরে দাঁড়াবেন, তা নিয়ে তারা দিশেহারা।