‘দ্য বেঙ্গল ফাইলস’ এর স্পেশাল স্ক্রিনিং হবে বাংলায়, রাজনৈতিক চাপ সত্ত্বেও উৎসাহ তুঙ্গে

কলকাতায় আগামী ১৩ই সেপ্টেম্বর ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। কলকাতার ন্যাশনাল লাইব্রেরির ডঃ শ্যামা প্রসাদ মুখার্জী ভাষা ভবনে বিকেল ৪টায় এই ক্লোজ-ডোর স্ক্রিনিংটি অনুষ্ঠিত হবে, যেখানে শুধুমাত্র আমন্ত্রিত দর্শকরাই প্রবেশ করতে পারবেন। রাজনৈতিক চাপের কারণে পশ্চিমবঙ্গের সিনেমা হলগুলিতে এই সিনেমার বাণিজ্যিক প্রদর্শনী হচ্ছে না, তাই এই ধরনের ব্যক্তিগত স্ক্রিনিং আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। সারা দেশে ব্যাপক প্রশংসিত হওয়া সত্ত্বেও সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি না পাওয়ায় দর্শকদের মধ্যে চাপা ক্ষোভ ও আগ্রহ বাড়ছে।

সিনেমাটির পরিচালক বিবেক অগ্নিহোত্রী একটি সাক্ষাৎকারে জানান যে, রাজনৈতিক চাপের কারণেই হলগুলিতে সিনেমাটি দেখানো হচ্ছে না। তার মতে, অগ্রিম বুকিং শুরু হয়ে গেলেও ডিস্ট্রিবিউটরদের উপর চাপ দিয়ে সিনেমা হলগুলোকে সিনেমা প্রদর্শনী থেকে বিরত রাখা হয়েছে। ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর প্রযোজক অভিষেক আগরওয়াল, পল্লবী যোশী এবং বিবেক অগ্নিহোত্রী।

এই সিনেমায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, অনুপম খের এবং দর্শন কুমার। এটি বিবেক অগ্নিহোত্রীর ‘ফাইলস’ ট্রিলজির দ্বিতীয় সিনেমা, যার প্রথমটি ছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’। সিনেমাটি ৫ সেপ্টেম্বর সারাদেশে মুক্তি পেয়েছে।