শিক্ষিকা স্ত্রীর ঘরে ও কে! হাতেনাতে ধরলেন স্বামী, ‘ছেলে বন্ধু’র জামাকাপড় খুলিয়ে, জুতোর মালা পরিয়ে ঘুরানো হলো যুবককে!

পরকীয়ার সন্দেহে স্ত্রীর ভাড়া বাড়িতে হানা দিয়ে হাতে-নাতে ধরে ফেললেন স্বামী। এরপর যা ঘটল, তা নিয়ে তোলপাড় ওড়িশার পুরী। এক স্কুল শিক্ষিকার স্বামী তাঁরই এক পুরুষ সহকর্মীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে, ওই যুবককে জামাকাপড় খুলে জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানোর অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। স্থানীয় পুলিশ সূত্রে খবর, বৈবাহিক সম্পর্কের সমস্যার কারণে ওই স্কুল শিক্ষিকা স্বামী, যিনি একজন কলেজ শিক্ষক, তার থেকে আলাদা থাকতেন। পুরীর নিমাপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে তিনি একাই থাকতেন। মঙ্গলবার রাত ৮টার দিকে তার স্বামী বেশ কয়েকজন সঙ্গীকে নিয়ে জোর করে ওই শিক্ষিকার বাড়িতে প্রবেশ করেন।

সেখানেই তিনি স্ত্রীকে তার এক পুরুষ সহকর্মীর সঙ্গে দেখতে পান। এরপরই শুরু হয় তুলকালাম। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই কলেজ শিক্ষক তার সঙ্গীদের নিয়ে ওই যুবককে মারতে মারতে বাড়ি থেকে বের করছেন। এরপর তাকে জোর করে জামাকাপড় খুলে জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। পুরো ঘটনাটির ভিডিও ধারণ করে অনেকেই।

এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই পুলিশ নড়েচড়ে বসে। পরিস্থিতি সম্পর্কে অবহিত হওয়ার পর পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে। অভিযুক্ত কলেজ শিক্ষক এবং তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত চালাচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি চীনের একটি ঘটনাও সামনে এসেছে, যেখানে এক মহিলা স্বামীর পরকীয়া ফাঁস করে দেন। নিজের স্বামীকে তাঁরই ঘনিষ্ঠ বান্ধবীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত দেখে ওই মহিলা স্বামীর কীর্তি বড় ব্যানারে ছাপিয়ে হাউসিং কমপ্লেক্সের গেটে টাঙিয়ে দেন। এই ঘটনাগুলো দেখিয়ে দেয়, কীভাবে সম্পর্কের টানাপোড়েন সমাজে বড় ধরনের নাটকীয় ঘটনার জন্ম দিচ্ছে।