পুজোর আগেই বাম্পার চাকরি! কলকাতায় এই বন্দরে নিয়োগ, যোগ্যতা কী?

পুজোর আগেই রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! কলকাতা বন্দর বা শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে (Syama Prasad Mookerjee Port) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ড্রাফটসম্যান পদে (Draftsman) ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা দ্রুত আবেদন করতে পারেন।
কোন পদে নিয়োগ?
কলকাতা বন্দরের এই নিয়োগটি মূলত ড্রাফটসম্যান পদে। তবে, এই পদে আবেদনের জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকতে হবে।
কী যোগ্যতা লাগবে?
যাঁরা সার্ভে ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা করেছেন, তাঁরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
সেনাবাহিনী বা নৌসেনায় হাইড্রোগ্রাফিক বা টোপোগ্রাফিক সার্ভের কাজ করেছেন, এমন প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।
উভয় ক্ষেত্রেই হাইড্রোগ্রাফি নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
বয়সসীমা ও বেতন
আবেদনকারীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। এই পদে নির্বাচিত হলে কত টাকা বেতন দেওয়া হবে, তা জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে চোখ রাখতে হবে।
আবেদন করবেন কীভাবে?
আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদন করতে হবে। আবেদনপত্র একটি সিল করা খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখ ১০ অক্টোবর, ২০২৫। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এবং অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখতে, আগ্রহী প্রার্থীরা পোর্টের ওয়েবসাইট smp.smportkolkata.in ভিজিট করতে পারেন।
যোগ্যতা যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্ট নেওয়া হবে। বিশেষজ্ঞদের একটি কমিটি এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করবে।