পুজোর আগে বড় ধাক্কা! কলকাতা মেট্রোর ৩২টি ট্রেন বন্ধ, কোন রুটে ভোগান্তি?

পুজোর মুখে যাত্রীদের ভোগান্তি আরও বাড়তে চলেছে। আগেই কবি সুভাষ স্টেশন বন্ধ হওয়ার পর এবার শহীদ ক্ষুদিরাম স্টেশনেও মেট্রো চলাচল কমানো হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে বেশ কিছু মেট্রো মহানায়ক উত্তম কুমার স্টেশনেই থামিয়ে দেওয়া হবে। ফলে পুজোর আগে যাত্রীদের চাপ যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।

৩২টি ট্রেন চলবে না কবি সুভাষ পর্যন্ত

মেট্রো সূত্রে খবর, বর্তমানে প্রতিদিন চলা ২৭২টি ট্রেনের মধ্যে ৩২টি ট্রেন আর কবি সুভাষ স্টেশন পর্যন্ত যাবে না। এর ফলে মহানায়ক উত্তম কুমার এবং শহীদ ক্ষুদিরাম স্টেশনের যাত্রীরা সরাসরি প্রভাবিত হবেন। এই রুটে যাত্রীদের চাপ বাড়বে এবং দুর্ভোগের শিকার হবেন বহু মানুষ।

কেন এই সিদ্ধান্ত?

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, মহানায়ক উত্তম কুমার স্টেশনের শেড সারানো, শহীদ ক্ষুদিরাম স্টেশনে রেক রিভার্সাল তৈরি এবং কবি সুভাষ স্টেশনের সংস্কারের কাজ চলছে। এই কাজের জন্যই পরিষেবা সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাত্রীদের সুবিধার জন্য দুটি ট্রেনের মধ্যে ব্যবধান যাতে পাঁচ মিনিটের বেশি না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে।

পুজোর আগে বাড়ছে আতঙ্ক

পুজোর সময়ে এমনিতেই মেট্রোতে উপচে পড়া ভিড় থাকে। তার উপর এই পরিস্থিতিতে পরিষেবা কমানোর সিদ্ধান্তে যাত্রীরা ক্ষুব্ধ। সম্প্রতি ঘন ঘন মেট্রো বিভ্রাটের ঘটনাও সামনে আসছে। বৃহস্পতিবারও কবি সুভাষ স্টেশনে লাইনের সমস্যার কারণে প্রায় ৩০ মিনিট পরিষেবা বন্ধ ছিল, যার ফলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। এখন দেখার বিষয়, পুজোর আগে মেট্রো কর্তৃপক্ষ কীভাবে এই সমস্যার সমাধান করে।