বিরাট-অনুষ্কাকে রেস্তোরাঁ থেকে বের করে দেওয়া হয় কেন? চাঞ্চল্যকর ঘটনা ফাঁস

বিশ্ব ক্রিকেটের অন্যতম কিংবদন্তি বিরাট কোহলি এখন পরিবার নিয়ে স্থায়ীভাবে ইংল্যান্ডে বসবাস করছেন। সন্তানদের সাধারণ জীবন দিতেই তাঁর এই সিদ্ধান্ত। এর মধ্যেই বিরাট কোহলিকে নিয়ে একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এনেছেন ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা জেমাইমা রডরিগেজ। তিনি জানিয়েছেন, এক সময় নিউজিল্যান্ডের একটি রেস্তোরাঁ থেকে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে বের করে দেওয়া হয়েছিল।

কেন রেস্তোরাঁ থেকে বের করে দেওয়া হয়েছিল?

ঘটনাটি বেশ পুরনো। বিরাট তখন নিউজিল্যান্ডে ছিলেন। সেই সময় জেমাইমা রডরিগেজ এবং স্মৃতি মান্ধানা বিরাটের সঙ্গে দেখা করেন ব্যাটিংয়ের পরামর্শ নেওয়ার জন্য। বিরাট তাদের হোটেলের একটি ক্যাফেতে ডাকেন, যেখানে পুরুষ এবং মহিলা দলের সব ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।

সেখানে বিরাট, জেমাইমা এবং স্মৃতির মধ্যে প্রায় আধঘণ্টা ধরে ক্রিকেট নিয়ে আলোচনা চলে। জেমাইমা জানান, বিরাট তাদের বলেছিলেন যে, মহিলা ক্রিকেটে পরিবর্তন আনার ক্ষমতা তাদের আছে। এই আলোচনায় পরে অনুষ্কা শর্মাও যোগ দেন। ক্রিকেটের পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা শুরু হয়।

আড্ডা থামল যখন…

আড্ডা এতটাই জমে উঠেছিল যে, সময়ের খেয়াল ছিল না কারোর। জেমাইমা বলেন, “মনে হচ্ছিল, যেন দুই বন্ধু অনেকদিন পর দেখা করেছে। যদি ক্যাফে থেকে আমাদের বের করে না দেওয়া হতো, তাহলে আলোচনা থামত না।” জানা যায়, প্রায় চার ঘণ্টা ধরে তাদের এই আড্ডা চলেছিল। নির্দিষ্ট সময়ের পরেও ক্যাফেতে বসে থাকায় কর্তৃপক্ষ তাদের সেখান থেকে বেরিয়ে যেতে অনুরোধ করেন।

সম্প্রতি, বিরাট ভার্চুয়ালি ইংল্যান্ড থেকে বিসিসিআই-এর ফিটনেস টেস্ট দিয়েছিলেন। সেই ঘটনা নিয়েও কম বিতর্ক হয়নি। তবে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনের এমন মজার ঘটনা সবসময়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে।