বরফ গলেছে ট্রাম্প-মোদীর সম্পর্কে! বন্ধুত্বের বার্তা দিয়ে ভারতে আসছেন ট্রাম্প?

ভারত ও আমেরিকার সম্পর্কে যে টানাপোড়েন চলছিল, এবার তাতে বরফ গলছে বলে মনে হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত-বিরোধী নানা মন্তব্য এবং শুল্ক চাপানোর কারণে দুই দেশের সম্পর্কে চিড় ধরেছিল। তবে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোন বার্তালাপ এবং কোয়াড সামিটে যোগ দেওয়ার আগ্রহ— সব মিলিয়ে দুই দেশের বন্ধুত্ব আবারও নতুন পথে হাঁটছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

কোয়াড সামিটে যোগ দিতে ভারতে আসছেন ট্রাম্প

চলতি বছরের শেষের দিকে ভারতে হতে চলেছে কোয়াড লিডার্স সামিট। শোনা যাচ্ছিল, ভারতের শুল্ক নীতি এবং রাশিয়া-চীনের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা নিয়ে বিরক্ত ট্রাম্প এই সামিটে যোগ দেবেন না। কিন্তু সেই ধারণা রাতারাতি বদলে গেল। ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্গিও গোর জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কোয়াড নেতাদের সঙ্গে দেখা করতে ভারতে আসছেন। তিনি বলেন, “কোয়াড খুবই গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্টের পরবর্তী কোয়াড মিটিং নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে।”

শুল্ক নিয়ে চুক্তি, বাড়ছে বন্ধুত্ব

সার্গিও গোর আরও জানান, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনাও অনেকদূর এগিয়েছে। তিনি বলেন, “আমাদের প্রেসিডেন্টের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে গভীর বন্ধুত্ব রয়েছে। তিনি ভারতের সমালোচনা করলেও বরাবর প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছেন। আমরা শুল্ক নিয়ে চুক্তির অনেক কাছাকাছি চলে এসেছি।”

১১ সেপ্টেম্বর ট্রাম্পের বিশেষ দূত হিসেবে ভারতে যোগ দেন সার্গিও গোর। এরপরই ট্রাম্পের অবস্থান বদলের এই খবর সামনে আসে। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই প্রধানমন্ত্রী মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ফোনে কথা হতে পারে। এবার দেখার বিষয় হলো, ট্রাম্প ভারতের উপর চাপানো শুল্ক কতটা কমান। এই সফরের মাধ্যমে কি ভারত ও আমেরিকার বন্ধুত্ব নতুন দিগন্তে পৌঁছবে, সেটাই এখন দেখার বিষয়।