ভ্যাপসা গরম শেষ! ফের নামছে বৃষ্টি, ৫ জেলায় জারি হলুদ সতর্কতা; পুজোর আগে কী হবে?

ভাদ্র মাসের শুরুতে বৃষ্টির দাপট কিছুটা কমতেই স্বস্তি ফিরেছিল বঙ্গবাসীর মনে। টানা বৃষ্টি শেষে ঝলমলে রোদ আর বেড়ে যাওয়া তাপমাত্রা জানান দিচ্ছিল যে বর্ষা বিদায় নিচ্ছে। কিন্তু সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হলো না। আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে আবারও রাজ্যে ফিরে এলো বৃষ্টি।

বৃহস্পতিবার রাত থেকে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হয়েছে। আর শুক্রবার ভোর থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজও সারাদিন এই পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে রাজ্যের পাঁচটি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।

৫ জেলায় হলুদ সতর্কতা

আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ— এই পাঁচটি জেলায় প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টি

শুধুমাত্র ৫টি জেলাই নয়, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভ্যাপসা গরম থেকে মুক্তি দিলেও এই বৃষ্টি পুজোর আগে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। একই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণের মতোই উত্তরবঙ্গেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Editor001
  • Editor001