“মুখে কাপড় চেপে…!” চলন্ত ট্রেনে ধর্ষণের শিকার তরুণী! তারপর যা ঘটলো….

মধ্যপ্রদেশের সিংরাউলি রেল স্টেশনে এক ভয়ংকর ঘটনার শিকার হলেন এক তরুণী। স্বামী তাঁকে একা রেখে বাইরে যাওয়ায়, এক তরুণ তাঁকে ধর্ষণ করে। অভিযোগ দায়ের করার জন্য তাঁকে ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ বছর বয়সি এক তরুণী তাঁর স্বামীর সঙ্গে সিংরাউলি রেল স্টেশনে রাতের ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। তাঁর স্বামী কিছুক্ষণের জন্য বাইরে গেলে ২২ বছর বয়সি এক স্থানীয় তরুণ মুখ চেপে ধরে তাঁকে শৌচালয়ের পাশে নিয়ে যায় এবং ধর্ষণ করে। অভিযুক্ত তরুণ নির্যাতিতাকে হুমকি দিয়ে বলে যে, তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। স্বামী ফিরে আসার পর তরুণী ঘটনাটি জানায়।
ধর্ষণের শিকার হওয়া সত্ত্বেও তরুণী সঙ্গে সঙ্গে সিংরাউলি থানায় অভিযোগ জানাতে পারেননি। কারণ, তাঁর দাবি, সেখানে কোনও মহিলা পুলিশ ছিল না। ফলে তিনি এবং তাঁর স্বামী ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কাতনি শহরে যান অভিযোগ দায়ের করতে। কিন্তু সেখানেও কোনও মহিলা পুলিশ না দেখে তাঁরা হতাশ হন। অবশেষে, রবিবার সকালে জবলপুর রেল পুলিশের এক আধিকারিক কাতনিতে পৌঁছে তরুণীর বয়ান রেকর্ড করেন। পুলিশ দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করেছে।
প্রসঙ্গত, গত জুলাই মাসে মধ্যপ্রদেশের ছতরপুরেও এমন এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল, যেখানে এক পুরোহিত প্রসাদের লোভ দেখিয়ে মন্দিরে দুই নাবালিকাকে ধর্ষণ করে। এই দুটি ঘটনাই রাজ্যে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।