SPORTS: ২৭ বলে গুঁড়িয়ে দিল প্রতিপক্ষকে, রেকর্ড গড়ে এশিয়া কাপে ভারতের উড়ন্ত জয়

ভারত যে জিতবে, তা নিয়ে সন্দেহ ছিল না কারও। তবে কতটা আগ্রাসী ভঙ্গিতে জয় আসে, সেটাই ছিল দেখার বিষয়। বুধবার এশিয়া কাপের প্রথম ম্যাচে দুর্বল আরব আমিরশাহী-কে ৯ উইকেটে দুরমুশ করে প্রত্যাশিত জয় পেল গতবারের চ্যাম্পিয়ন ভারত। মাত্র ২৭ বলে অর্থাৎ ৪.৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ‘মেন ইন ব্লু’। এটি এশিয়া কাপের ইতিহাসে টি-টোয়েন্টি ফরম্যাটে দ্রুততম জয়ের নতুন রেকর্ড।
আগের রেকর্ড ভাঙা হলো
২০২১ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে ভারত ৬.৩ ওভারে ম্যাচ জিতে রেকর্ড গড়েছিল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই রেকর্ড ভেঙে নতুন নজির গড়ল টিম ইন্ডিয়া। এই জয় বুঝিয়ে দিল, ভারত কতটা ছন্দে আছে।
বোলিং দাপটে আমিরশাহী গুড়িয়ে গেল
টস জিতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে ভারতীয় বোলাররা আমিরশাহী ব্যাটিং লাইনআপকে গুড়িয়ে দেন। চায়নাম্যান কুলদীপ যাদব দুর্দান্ত বোলিং করে মাত্র ৭ রানে ৪ উইকেট তুলে নেন এবং ম্যাচের সেরা নির্বাচিত হন। শিবম দুবেও ৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে তার যোগ্য সঙ্গ দেন। ১৩.১ ওভারেই মাত্র ৫৭ রানে অলআউট হয় আরব আমিরশাহী। এটি ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে তাদের সর্বনিম্ন স্কোর।
ব্যাট হাতে ঝড় তুলল ভারত
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারত কোনো সময় নষ্ট করেনি। ওপেনার অভিষেক শর্মা ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ব্যাটে ২টি চার এবং ৩টি ছয় আসে। এরপর সহ-অধিনায়ক শুভমন গিল ৯ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। মাত্র ২ বলে ৭ রান করে অধিনায়ক সূর্যকুমার যাদবও অপরাজিত থাকেন।
রবিবারের মহারণের আগে পাকিস্তানকে একরকম প্রচ্ছন্ন বার্তা দিয়েই রাখল টিম ইন্ডিয়া।