OMG! জোর করে জগন্নাথ মন্দিরে চপ্পল পরে প্রবেশের চেষ্টা, আটক হলেন যুবক

পুরীর জগন্নাথ মন্দিরের পবিত্রতা নষ্ট করার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার, সিংহদুয়ার খোলার আগেই তিনি জুতো পরেই জোর করে মন্দিরে প্রবেশের চেষ্টা করছিলেন। তাঁকে এভাবে মন্দিরে ঢুকতে দেখে নিরাপত্তা কর্মীরা দ্রুত আটক করেন।

কীভাবে এই ঘটনা ঘটল?

পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবক একটি মোটরসাইকেলে করে মন্দিরের কাছে আসেন এবং হাতে একটি লাঠি ছিল। তিনি রাধাবল্লভ মঠের কাছে মোটরসাইকেল রেখে ‘চোরি কপাট’ দিয়ে মন্দিরে ঢোকার চেষ্টা করেন। পুরীর মন্দিরে জুতো বা মোবাইল নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিয়ম ভেঙে তিনি মন্দিরে ঢুকতে যাওয়ায় তাঁকে ধরে ফেলেন নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। আটক করার পর পুলিশের সঙ্গে ওই যুবকের কথা কাটাকাটিও হয়।

পুলিশের তদন্ত

বর্তমানে ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য সিংহদুয়ার থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে এবং কেন তিনি নিয়ম ভেঙে মন্দিরে ঢুকতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ওই যুবকের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করেও দেখা হচ্ছে। এই ঘটনায় মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।