“দুর্গাপুজো মিটলেই…”-বাংলা-সহ গোটা দেশে কবে শুরু SIR? বড় ইঙ্গিত নির্বাচন কমিশনের

দুর্গাপুজো শেষ হলেই পশ্চিমবঙ্গ-সহ সারা দেশে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ (SIR)। বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এমনটাই ইঙ্গিত দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। নির্বাচন কমিশন সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবর মাস থেকেই এই কাজ শুরু হতে পারে।

কমিশন কেন তাড়াহুড়ো করছে?

বিহার নির্বাচনের দিন ঘোষণার আগেই এই বিশেষ ভোটার তালিকা যাচাইয়ের কাজ শুরু করতে চাইছে কমিশন। জানা গেছে, বুধবারের বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা প্রাথমিক প্রস্তুতি শেষ করতে সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছেন, তাই অক্টোবর থেকেই কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিতর্কের মূলে কী?

এই প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। বিহারে ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ নাম বাদ পড়ার ঘটনায় সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। নির্বাচন কমিশন অবশ্য বলছে, অবৈধ ভোটারদের চিহ্নিত করাই SIR-এর মূল লক্ষ্য। কিন্তু কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলোর অভিযোগ, বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দিতেই কমিশন এই পদক্ষেপ নিচ্ছে।

তৃণমূলের এনআরসি-ভয়

পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি অভিযোগ করেছেন, SIR-এর আড়ালে বিজেপি আসলে এনআরসি (জাতীয় নাগরিক পঞ্জি) করতে চাইছে। মমতার দাবি, প্রাক্তন নির্বাচন কমিশনাররাও এই প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

রাজনৈতিক চাপানউতোর

রাজনৈতিক মহলের মতে, এই SIR-এর কাজ শুরু হলে আগামী দিনে বিজেপি এবং বিরোধীদের মধ্যে নতুন করে চাপানউতোর তৈরি হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গে এই বিষয়টি রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে।