SSC-র দাগি তালিকায় নাম মেয়ের, এবার পদ খোয়ালেন TMC নেত্রী

মেয়ের নাম SSC-র দুর্নীতি মামলায় জড়ানোর জেরে এবার পদ খোয়ালেন নিউ ব্যারাকপুরের উপ পুরপ্রধান স্বপ্না বিশ্বাস। তিনি দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূলের মহিলা সভাপতির পদে ছিলেন। তার জায়গায় নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন সোনালী সিংহ রায়।

কীভাবে এই বিতর্ক শুরু?

SSC-এর প্রকাশিত ‘দাগি’ তালিকায় নাম রয়েছে স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের। এই তালিকায় তার নাম ১২৭৪ নম্বরে রয়েছে। শতাব্দী নিউ ব্যারাকপুর মাসুন্দা বয়েজ হাইস্কুলের শিক্ষিকা। কাকতালীয়ভাবে, ওই স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি তার মা স্বপ্না বিশ্বাস। এই বিষয়টি সামনে আসার পরই রাজনৈতিক মহলে ব্যাপক চাপ সৃষ্টি হয় এবং এর জেরেই স্বপ্না বিশ্বাসকে তার সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

এই ঘটনার পর থেকে স্থানীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Editor001
  • Editor001