‘জনগণ বিশ্বাস করবে না’, কলকাতা পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের, আরজি কর কাণ্ডে যা ঘটল…

আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া কাণ্ডে নির্যাতিতার বাবা-মায়ের নবান্ন অভিযানের সময় তাদের ওপর পুলিশের হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে নিউ মার্কেট ও শেক্সপিয়র সরণি থানার পুলিশের ভূমিকা নিয়ে এবার তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই মন্তব্য কলকাতা পুলিশের জন্য এক বড় অস্বস্তির কারণ হয়েছে।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পর্যবেক্ষণ করে বলেন, “এই তদন্ত আইনানুগ হয়নি। জনমনে বিশ্বাস ফেরানোর মতোও নয়।” তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, যে পদ্ধতিতে তদন্ত হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আদালত মনে করে, এই ধরনের তদন্ত জনগণের পুলিশের উপর আস্থা আরও কমিয়ে দেবে।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই ঘটনার নতুন করে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। তিনি কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন যে, এবার নূন্যতম ডিসি (ডেপুটি কমিশনার) পদমর্যাদার কোনো অফিসারকে দিয়ে সম্পূর্ণ ঘটনাটির তদন্ত করাতে হবে। একইসঙ্গে, তিনি নির্দেশ দেন যে, নির্যাতিতার মায়ের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় নথি অবিলম্বে ডেপুটি পুলিশ কমিশনারের কাছে জমা দিতে হবে। বিচারপতি প্রশ্ন তোলেন, “পরিবার যখন চিকিৎসার খরচ দিয়েছে, তখন তারা কেন চিকিৎসা সংক্রান্ত নথি পাবে না?”

এই রায়ের ফলে কলকাতা পুলিশ এখন নতুন করে বিতর্কের মুখে পড়েছে। হাইকোর্টের এই নির্দেশ প্রমাণ করে যে, সাধারণ মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে আদালত কতটা কঠোর হতে পারে।