দুর্গাপুজোতে কড়া নিরাপত্তা! মহিলাদের জন্য বিশেষ টিম, অতিরিক্ত ফোর্স আসছে, পুজো কমিটিগুলিকে কড়া নির্দেশ পুলিশের

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে কোতুলপুর থানার পুলিশ প্রশাসন ছোট-বড় সমস্ত পুজো কমিটির সঙ্গে এক জরুরি বৈঠক করেছে। কোতুলপুর থানা প্রাঙ্গণে আয়োজিত এই বৈঠকে নিরাপত্তা ও শান্তিপূর্ণ উৎসব নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস, কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিন্দেশ্বর গড়াই, এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকসহ অন্যান্যরা। পুজো কমিটিগুলিকে যেসব নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য:
প্রতিটি পুজো মণ্ডপে সিসি ক্যামেরা এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা বাধ্যতামূলক।
পর্যাপ্ত সংখ্যক ভলান্টিয়ার নিয়োগ করতে হবে এবং তাদের নাম ও ফোন নম্বর পুলিশকে জানাতে হবে।
যেসব পুজো কমিটি এখনো প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়নি বা পোর্টালে আপলোড করেনি, তাদের দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এসডিপিও সুপ্রকাশ দাস জানিয়েছেন, এইবার নিরাপত্তা নিয়ে কড়া নজরদারি থাকবে। সদর দফতর থেকে অতিরিক্ত পুলিশ ফোর্স আনা হবে। তিনি আরও বলেন, “মহিলাদের নিরাপত্তায় ‘উইনার্স টিম’ মোতায়েন থাকবে। পাশাপাশি, সিভিল ড্রেসে বিশেষ টিম সন্দেহভাজনদের ওপর নজরদারি করবে এবং একটি ‘পিসি পার্টি’ সন্দেহভাজনদের চিহ্নিত করার কাজ করবে।” পুজোর আগে বেআইনিভাবে কেউ চাঁদা তুললে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
কোতুলপুর ব্লকে প্রতি বছরই বড় আকারের পুজো অনুষ্ঠিত হয়, যেখানে বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত ছাড়াও অন্য জেলা থেকে বহু দর্শনার্থী ভিড় করেন। সেই বিপুল ভিড় সামলাতে এবং নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসন এবার নিরাপত্তা ব্যবস্থাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে।