ভয়ঙ্কর! পুজোয় টাকা ফেরত মিলবে তো? জমি নিলাম ঘিরে নতুন জট, চিন্তায় হাজার হাজার আমানতকারী

দুর্গাপূজার আগে প্রতারিত আমানতকারীদের টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুটি বেআইনি অর্থলগ্নি সংস্থার বাজেয়াপ্ত করা সম্পত্তি নিলামে তুলতে গিয়ে জটিলতা দেখা দিয়েছে, যা হাজার হাজার আমানতকারীর মনে নতুন করে সংশয় তৈরি করেছে।
আনেক্স গ্রুপ অফ কোম্পানিজ ও ওয়ারিশ গ্রুপ অফ কোম্পানিজ-এর সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলামে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৫ আগস্ট সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি) এই দুই সংস্থার সম্পত্তি নিলামের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু এই নিলামকে ঘিরেই তৈরি হয়েছে নতুন জট।
সূত্রের খবর, মালদা শহরের ইংলিশবাজার থানা এলাকার দুটি সম্পত্তি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। এর মধ্যে একটি জমি ইংলিশবাজার পুরসভা ইতিমধ্যেই দখল করে রেখেছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, ওয়ারিশ গ্রুপ অফ কোম্পানিজের একটি জমিতে রাতারাতি একটি মন্দির গজিয়ে উঠেছে। পরিদর্শনের রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, দখলমুক্ত না করে কীভাবে এই জমিগুলো নিলামে তোলা সম্ভব? ফলস্বরূপ, হাজার হাজার আমানতকারীর টাকা ফেরত পাওয়ার আশা ফিকে হয়ে এসেছে। তাদের আশঙ্কা, পুজোর আগেই টাকা ফেরত পাওয়া হয়তো সম্ভব হবে না।
২০১৫ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটি আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কাজ তদারকি করছে। বর্তমানে প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদার এই কমিটির নেতৃত্বে রয়েছেন। প্রতারিত আমানতকারীরা এখন এই কমিটির ওপরই শেষ ভরসা রাখছেন এবং সুবিচারের আশায় আদালতের দিকে চেয়ে আছেন।