উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় বেপরোয়া গাড়ির ধাক্কা, নিমেষে প্রাণ গেল ২ তরতাজা পড়ুয়ার

উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল দুই ছাত্র। বুধবার সকালে মালদার রতুয়া থানার মতিগঞ্জ সংলগ্ন এলাকায় এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ এলাকাবাসী সামসী-রতুয়া রাজ্য সড়ক অবরোধ করলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

মৃত দুই ছাত্রের নাম তন্ময় প্রামাণিক ও রেহান আখতার। তারা দু’জনেই রতুয়া দু’নম্বর ব্লকের শ্রীপুর এক গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর গ্রামের বাসিন্দা এবং সামসী এগ্রিল হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। বুধবার ইংরেজি পরীক্ষা দিতে তারা বাইকে করে স্কুলের দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে, বাইকের গতি বেশি না থাকলেও তাদের মাথায় হেলমেট ছিল না।

সামসীর মতিগঞ্জ পার করে যখন তারা রতুয়ার দিকে যাচ্ছিল, তখনই উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া পিকআপ ভ্যান তাদের বাইককে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় দুই ছাত্র বাইক থেকে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘাতক পিকআপ ভ্যানটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি দোকানে প্রায় ঢুকে গিয়েছিল। পরিস্থিতি বুঝে চালক ও খালাসি গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় সামসী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুই ছাত্রকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে।

এই অকালমৃত্যুর খবর পেয়ে ছাত্র দুটির পরিবার, স্কুল কর্তৃপক্ষ এবং এলাকাবাসী শোকাহত। শোকের পাশাপাশি ক্ষোভও দানা বেঁধেছে। ঘাতক পিকআপ ভ্যানের চালক ও খালাসীর খোঁজে পুলিশি অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের আবহ নেমে এসেছে।