GST-কমলেও স্বাস্থ্যবিমায় প্রিমিয়াম কমা শক্ত, জেনেনিন কি বলছে অঙ্ক?

কেন্দ্রীয় সরকার ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবন বিমায় জিএসটি-হার ১৮% থেকে কমিয়ে শূন্য করে দিয়েছে। উৎসবের মরশুমের আগে এই খবরে সাধারণ মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন, তখনই শোনা যাচ্ছে এক অদ্ভুত খবর: প্রিমিয়াম হয়তো কমবে না, বরং কিছুটা বেড়েও যেতে পারে! এই সহজ অঙ্কের জটিলতা নিয়ে ক্ষুব্ধ দেশবাসী। কিন্তু কেন এমন হচ্ছে?

গ্রাহকের লাভ শূন্য কেন?
সাধারণের হিসাব সহজ: ১০০ টাকার বেসিক প্রিমিয়ামের সঙ্গে ১৮ টাকা জিএসটি যোগ হয়ে মোট প্রিমিয়াম হতো ১১৮ টাকা। সরকার যদি ১৮ টাকা না নেয়, তাহলে প্রিমিয়াম ১০০ টাকাই হওয়া উচিত।

কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল জটিলতা। কারণ, সরকার গ্রাহকদের কাছ থেকে জিএসটি নেওয়া বন্ধ করলেও, বিমা সংস্থাগুলোকে কিন্তু কোনও কর ছাড় দেয়নি।

‘ইনপুট ট্যাক্স ক্রেডিট’ কোথায় গেল?

আগে বিমা সংস্থাগুলো তাদের খরচের ওপর ১৮% হারে জিএসটি দিত। যেমন, ১০০ টাকা বেস প্রিমিয়ামের মধ্যে যদি ৭০ টাকা খরচ (ঘরভাড়া, এজেন্ট কমিশন ইত্যাদি) হতো, তাহলে সংস্থাগুলোকে তার ওপর ১২.৬০ টাকা জিএসটি দিতে হতো। গ্রাহকের কাছ থেকে নেওয়া ১৮ টাকা জিএসটির মধ্যে এই ১২.৬০ টাকা অ্যাডজাস্ট করে বাকি ৫.৪০ টাকা তারা সরকারের ঘরে জমা দিত।

এখন সরকার সেই ‘ইনপুট ট্যাক্স ক্রেডিট’ (ITC) বা অ্যাডজাস্ট করার অনুমতি বাতিল করে দিয়েছে। এর ফলে, প্রিমিয়াম ১০০ টাকা রাখলেও, সংস্থাগুলোর লাভ (মার্জিন) ২০ টাকা থেকে কমে দাঁড়াবে ৭.৪০ টাকায়, যা প্রায় ৬৬% কম।

প্রিমিয়াম বাড়ানো ছাড়া উপায় নেই
এই বড় লোকসানের মুখে দাঁড়িয়ে বিমা সংস্থাগুলো বলছে, তাদের পক্ষে প্রিমিয়াম না বাড়ানো ছাড়া আর কোনও উপায় নেই। বাজারের মূল্যবৃদ্ধি, হাসপাতাল ও নার্সিংহোমের খরচ বৃদ্ধি এবং ক্ষতির পরিমাণ বিবেচনা করে তারা নতুন করে প্রিমিয়ামের হিসাব কষছে।

কোটার্ক ইনস্টিটিউশনাল ইক্যুইটিজের সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী, বিমা সংস্থাগুলো তাদের লোকসান পোষাতে অন্তত ৩-৫% প্রিমিয়াম বাড়াতে পারে। স্টার হেলথের মতো বড় সংস্থাগুলোকেও মার্জিন ধরে রাখতে অন্তত ১-৩% প্রিমিয়াম বাড়াতে হবে।

কবে থেকে কার্যকর নতুন হার?
নতুন জিএসটি হার ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। তবে বিমা কাউন্সিল স্পষ্ট জানিয়েছে, ২২ সেপ্টেম্বর বা তার আগে যাঁদের প্রিমিয়াম দেওয়ার তারিখ, তাঁরা এই নতুন হারের সুবিধা পাবেন না।

যাঁরা ৭ সেপ্টেম্বরের পর নতুন বিমা কেনার কথা ভাবছেন, তাদের জন্য একটি সুবিধা আছে। তারা ১৫ দিনের ‘ফ্রি-লুক পিরিয়ড’ ব্যবহার করে দেখতে পারেন, নতুন কর হারে প্রিমিয়াম কত হয়। সবকিছু পছন্দ হলে আগের পলিসি বাতিল করে নতুন পলিসি নেওয়া যেতে পারে। তবে অবশ্যই সব শর্ত ভালো করে দেখে তবেই সিদ্ধান্ত নিন।