ভয়ঙ্কর! নিজের প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলার ‘অপরাধে’ যুবককে চলন্ত ট্রেনের সামনে ঠেলে দিল বন্ধু, যা ঘটল…

এক মর্মান্তিক হত্যাকাণ্ডে বেঙ্গালুরুতে খুন হলেন ২০ বছর বয়সী যুবক ইসমাইল পাতওয়েগার। এই নির্মম ঘটনার প্রধান অভিযুক্ত তার নিজেরই রুমমেট এবং আরেক বন্ধু। অভিযোগ, নিজের প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলার ‘অপরাধে’ ইসমাইলকে চলন্ত ট্রেনের সামনে ঠেলে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত রবিবার ভোররাতে ব্যাপ্পানাহাল্লি এলাকার একটি রেলওয়ে আন্ডারপাসের কাছে এই ঘটনাটি ঘটে। মাত্র এক সপ্তাহ আগে বিজাপুর থেকে বেঙ্গালুরুতে এসেছিলেন ইসমাইল এবং একটি পিজি-তে (paying guest) থাকতে শুরু করেন। সেখানে তার বন্ধুত্ব হয় পুণীত নামের এক যুবকের সঙ্গে, যিনি তার সঙ্গে একই কারখানায় কাজ করতেন।

কিছুদিনের মধ্যেই ইসমাইল এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু সেই যুবতী ছিলেন পুণীতের ভালোবাসার মানুষ। বিষয়টি পুণীতের বন্ধু প্রতাপের চরম রাগের কারণ হয়ে দাঁড়ায়।

রবিবার রাত ৩টা নাগাদ পুণীত ও প্রতাপ মদ্যপান করছিলেন। ইসমাইল সেখানে পৌঁছালে তিনজনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। উত্তেজনার একপর্যায়ে পুণীত ও প্রতাপ ইসমাইলকে চলন্ত ট্রেনের সামনে ধাক্কা মেরে ফেলে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইসমাইলের। এরপর অভিযুক্তরা মৃতদেহটিকে রেললাইনের ওপর রেখে পালিয়ে যায় যাতে মনে হয় এটি একটি দুর্ঘটনা।

ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং জানতে পারে যে মৃত্যুর আগে পুণীত ইসমাইলের সঙ্গে ছিলেন। পুলিশি জেরার মুখে পুণীত হত্যার কথা স্বীকার করে। তিনি জানান, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল না, কিন্তু মদ্যপ অবস্থায় ঝগড়ার একপর্যায়ে তারা এই ভয়ংকর সিদ্ধান্ত নেন।

বর্তমানে ব্যাপ্পানাহাল্লি রেলওয়ে পুলিশ এই ঘটনার তদন্ত করছে। পুণীতকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বন্ধু প্রতাপকে ধরতে অভিযান চলছে।