বারে নর্তকীর সঙ্গে মদ্যপ পুলিশের তুমুল নাচ! ভিডিয়ো ভাইরাল হতেই বড় পদক্ষেপ…., দেখুন সেই ভিডিও

জন্মদিনের পার্টিতে বারে নর্তকীর সঙ্গে অশ্লীল নাচ এবং টাকা গুঁজে দেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর মধ্যপ্রদেশের দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনায় পুলিশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে এবং শুরু হয়েছে তুমুল সমালোচনা।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দাতিয়া সিভিল লাইন্স থানায়। অভিযুক্ত দুই পুলিশকর্মী হলেন এএসআই সঞ্জীব গৌড় এবং কনস্টেবল রাহুল বৌদ্ধ। কনস্টেবল রাহুলের জন্মদিন উপলক্ষ্যে একটি বারে এই পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে তারা মদ্যপ অবস্থায় এক নর্তকীর সঙ্গে অশালীনভাবে নাচছিলেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একজন পুলিশকর্মী বারে নর্তকীর সঙ্গে নাচছেন। তিনি নর্তকীকে জড়িয়ে ধরছেন এবং তাঁর ব্লাউজের ভেতরে টাকা গুঁজে দিচ্ছেন। ভিডিওতে ওই নর্তকীও পুলিশকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে নাচতে দেখা যায়। ওই পুলিশকর্মীর আচরণ দেখে স্পষ্ট বোঝা যায় যে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।

NCMIndia Council For Men Affairs নামে একটি এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডল থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়। সেখানে লেখা হয়েছে, “বার্থডে পার্টিতে নর্তকীর সঙ্গে তাদের এই অসাধারণ নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর দাতিয়া সিভিল লাইন্স থানার এএসআই সঞ্জীব গৌড় এবং কনস্টেবল রাহুল বৌদ্ধকে সাসপেন্ড করা হয়েছে।”

একজন দায়িত্বশীল পুলিশকর্মী হয়ে এভাবে প্রকাশ্যে বারে নাচানাচি এবং অশালীন আচরণ করায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে। এই ঘটনাটি পুলিশের শৃঙ্খলা এবং নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। ঘটনার গুরুতর দিকটি বিবেচনা করে পুলিশ কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করে।