চোখ লাল করে বাড়িতে ঢুকে গৃহবধূকে কটূক্তি! প্রতিবাদ করতেই শ্বশুরের ঘাড়ে কোপ, সাংঘাতিক ঘটনায় উত্তাল গ্রাম!

মদ্যপ অবস্থায় এক গৃহবধূকে প্রকাশ্যে কটূক্তি ও গালাগাল করার প্রতিবাদ করায় শ্বশুরের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর আহত ওই বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে পাঠানো হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত সোনাখালী পঁচাপাড়া গ্রামে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় বিজয় নস্কর নামের এক যুবক গ্রামের এক গৃহবধূর বাড়িতে চড়াও হন। অভিযোগ, তিনি অশ্লীল ভাষায় ওই গৃহবধূকে গালিগালাজ করছিলেন। এই ঘটনা দেখে গৃহবধূর শ্বশুর সাধন নস্কর প্রতিবাদ করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে বিজয়। সে সাধন নস্করের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং তাঁর পায়ে কোপ মারে। গুরুতর আহত অবস্থায় সাধন নস্করকে উদ্ধার করে পরিবারের সদস্যরা ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান।

ক্যানিং মহকুমা হাসপাতালে সাধন নস্করের অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে এই ঘটনার পর থেকেই অভিযুক্ত বিজয় নস্কর গ্রাম থেকে পালিয়ে গেছে। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। গ্রামের মানুষ এই ঘটনার পর আতঙ্কে রয়েছে।