পুজোর আগে সুখবর! আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, আজ থেকেই শুরু, ঝমঝমিয়ে বৃষ্টি হবে এই ৮ জেলায়

অবশেষে স্বস্তির খবর! আবারও সক্রিয় হচ্ছে বর্ষা। পুজোর আগে অবশেষে স্বস্তির বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা বর্তমানে বাংলার উপর অবস্থান করছে, যার প্রভাবে রাজ্যজুড়ে ফের বৃষ্টি শুরু হবে। বিশেষ করে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে। আজ থেকে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হবে এবং তা আগামী দু’দিন চলবে। বিশেষ করে আজ ৮টি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি।

আজ (বুধবার): পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আগামীকাল ও পরশু (বৃহস্পতিবার ও শুক্রবার): বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে।

শনিবার: এরপর থেকে বৃষ্টির পরিমাণ আবারও কমতে শুরু করবে।

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকবে। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বর্তমানে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭০ থেকে ৯১ শতাংশ, যা অস্বস্তি আরও বাড়াচ্ছে। তবে আগামী কয়েক দিনের বৃষ্টিতে এই অস্বস্তিকর গরম থেকে কিছুটা হলেও রেহাই মিলবে বলে আশা করা হচ্ছে।