SPORTS: ব্রাজিল হেরে গেল, হারল আর্জেন্টিনাও, বিশ্বকাপে যোগ্যতা অর্জনে বড় অঘটন

আর্জেন্টিনার কাছে লজ্জাজনক হারের পর এবার বলিভিয়ার কাছেও হারতে হলো ব্রাজিলকে। বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বলিভিয়ার ঘরের মাঠের ৪১৫০ ফুট উচ্চতায় খেলতে গিয়েই এই পরাজয় বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। যদিও ব্রাজিল আগেই বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে, তবু এই হার দলের মনোবলকে বড় ধাক্কা দিল।

প্রথমার্ধ থেকেই ব্রাজিল বেশ চাপের মুখে ছিল। ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসনকে বারবার কঠিন পরীক্ষায় ফেলে বলিভিয়ার আক্রমণভাগ। চিলির বিরুদ্ধে ভালো খেলা ফুটবলারদের বাদ দিয়েই কোচ কার্লোস আনসালোত্তি এই ম্যাচে তরুণ খেলোয়াড়দের দেখে নিতে চেয়েছিলেন। সেই সিদ্ধান্তের ফল হাতেনাতে পেল ব্রাজিল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে, ভিএআর-এর সহায়তায় একটি পেনাল্টি পায় বলিভিয়া। ব্রুনো গুইমারেসের ফাউলের কারণে পাওয়া এই পেনাল্টি থেকে গোল করেন মিডফিল্ডার মিগুয়েল তেরকোরেস।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল গোল শোধ করার চেষ্টা করলেও বলিভিয়ার শক্তিশালী রক্ষণ তাদের সেই সুযোগ দেয়নি। বলিভিয়াও প্রতি-আক্রমণ থেকে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে যায়। শেষ পর্যন্ত, আর কোনো গোল হয়নি এবং ১-০ গোলে জয় নিশ্চিত করে বলিভিয়া।

এই জয়ের ফলে বলিভিয়া বিশ্বকাপ খেলার আশা অনেকটাই জিইয়ে রাখল। এই মুহূর্তে তাদের পয়েন্ট ১৮ ম্যাচে ২০, যা দিয়ে তারা প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে, ব্রাজিল ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে থেকে যোগ্যতা অর্জন পর্ব শেষ করেছে। শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৮ ম্যাচে ৩৮। এখন দেখার, বলিভিয়া শেষ পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারে কি না।