পুজোর মুখে ফের বৃষ্টির ভ্রুকুটি! স্বস্তিতে থাকা কুমোরপাড়া ও শহরবাসীর কপালে চিন্তার ভাঁজ

আর মাত্র কয়েক দিন পরেই দুর্গাপুজো। কিন্তু এই উৎসবের আগে বৃষ্টির পূর্বাভাস যেন সব আনন্দ মাটি করে দিচ্ছে। গত কয়েক মাস ধরে টানা বৃষ্টির কারণে রাজ্যের প্রায় সব জেলা নাজেহাল। জুলাই মাস থেকে একের পর এক নিম্নচাপের কারণে আকাশ সেভাবে পরিষ্কার থাকেনি। যদিও শেষ ক’দিন সূর্যের দেখা মিলেছে, তবে এই স্বস্তি বেশি দিন টিকবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
পূজোর আগে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের মতো কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে, যা কুমোরপাড়ার শিল্পীদের জন্য কিছুটা স্বস্তি এনেছিল। কিন্তু আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাস অনুযায়ী, বুধবার সন্ধ্যা থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। আজ, বুধবার শহর কলকাতা সহ মোট আটটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা কচ্ছ থেকে শুরু হয়ে বাংলার উপর দিয়ে বিস্তৃত। যার কারণে আগামী কয়েকদিন কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
আজ বুধবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকলেও, সন্ধ্যার পর থেকে কলকাতায় আবারও বৃষ্টি শুরু হতে পারে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।