জয়নগরে BJP তে বড় ভাঙন, ১৯০০ কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল শিবিরে

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে নিজেদের ঘর গোছাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে বিজেপিতে বড় ধরনের ভাঙন দেখা গেল। একসঙ্গে প্রায় ১,৯০০ বিজেপি কর্মী ভারতীয় জনতা পার্টি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

জয়নগরে ‘অপারেশন ঘর ওয়াপসি’

দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ২ নম্বর ব্লকের মায়া হাউরি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির সংগঠন বেশ মজবুত বলে পরিচিত। গত বিধানসভা নির্বাচনে এই অঞ্চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত প্রচারে এসেছিলেন। সেই মায়া হাউরি থেকেই এবার বুথ স্তরের নেতৃত্বসহ বিপুল সংখ্যক কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে।

রবিবার জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়। তৃণমূল নেতাদের দাবি, বিজেপির কর্মীরা বুঝতে পেরেছেন যে তারা এতদিন ভুল পথে চালিত হয়েছেন, তাই তারা ফিরে এসেছেন।

কেন এই দলবদল?

বিজেপি ছেড়ে তৃণমূলে আসা কর্মীরা অভিযোগ করেছেন, বিজেপি দীর্ঘদিন ধরে শুধু প্রতিশ্রুতি দিয়ে এসেছে, যার কোনোটিই বাস্তবায়িত হয়নি। এই কারণেই তারা দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন। এই বিপুল সংখ্যক কর্মীর দলত্যাগ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে জয়নগরে বিজেপির ওপর বড় চাপ সৃষ্টি করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।