দুয়াকে নিয়ে অবশেষে মুখ খুললেন দীপিকা! মেয়ের প্রথম জন্মদিনে কী করলেন অভিনেত্রী?

দেখতে দেখতে এক বছর পূর্ণ করল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর কন্যা দুয়া। গত ৮ সেপ্টেম্বর তার প্রথম জন্মদিন পালন করা হয়। তবে তার জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট না করায় হতাশ হয়েছিলেন নেটিজেনরা। অবশেষে দুদিন পর মেয়ের জন্মদিনের সেলিব্রেশনের কিছু মুহূর্ত শেয়ার করলেন অভিনেত্রী।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন দীপিকা। ছবিতে দেখা যাচ্ছে একটি সুন্দর চকোলেট কেক, যার মাঝখানে মোমবাতি লাগানো রয়েছে। এই ছবির ক্যাপশনে দীপিকা লেখেন, “আমার ভালোবাসার ভাষা? নিজের মেয়ের প্রথম জন্মদিনে কেক বানানো।” অর্থাৎ মেয়ের বিশেষ দিনে তিনি নিজের হাতেই কেক তৈরি করে দিয়েছেন।
দীপিকার এই পোস্টে তারকারা থেকে শুরু করে অনুরাগীরা সকলেই ভালোবাসা জানিয়েছেন। পরিচালক অ্যাটলির স্ত্রী প্রিয়া “ওয়াও” লিখে মন্তব্য করেছেন, আর অভিনেত্রী ভূমি পেডনেকর কমেন্ট বক্সে ভালোবাসার লাল ইমোজি দিয়েছেন।
প্রসঙ্গত, কিছুদিন আগে পাপারাজ্জিরা দীপিকা-রণবীরের অনুমতি ছাড়াই তাদের মেয়ে দুয়ার ছবি তুলেছিল, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ঘটনায় বেশ বিরক্ত হয়েছিলেন এই তারকা দম্পতি।