খুশির খবর, পুজোর আগে পাতে পড়বে পদ্মার ইলিশ, অনুমোদন দিল বাংলাদেশ সরকার,

পুজোর আগেই সুসংবাদ! সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাঙালির পাতে পড়তে চলেছে বাংলাদেশের পদ্মার ইলিশ। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এ বছর দুর্গাপূজার উপহার হিসেবে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। ফলে পেট্রাপোল সীমান্ত দিয়ে খুব শিগগিরই ইলিশের ট্রাক ভারতে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।

কেন এই বছর পদ্মার ইলিশ নিয়ে অনিশ্চয়তা?
গত বছর বাংলাদেশে রাজনৈতিক পালাবদল হওয়ায় এবং অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর ভারত-বিরোধী আন্দোলনের কারণে দুই দেশের সম্পর্কের কিছুটা অবনতি হয়। এর জেরে গত বছরও ইলিশ আমদানি নিয়ে অনিশ্চয়তা ছিল। অনেক অনুরোধের পর ২৪২০ মেট্রিক টন ইলিশ আমদানির অনুমতি মিললেও মাত্র এক মাসের সময়সীমার মধ্যে এপার বাংলার ব্যবসায়ীরা মাত্র ৫৭৭ মেট্রিক টন ইলিশ আমদানি করতে পেরেছিলেন।

এবার মিলল অনুমতি
এবছর জুলাই মাসে আবারও ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ সরকারের কাছে ইলিশ রপ্তানির জন্য আবেদন জানায়। সেই আবেদনের প্রেক্ষিতেই সোমবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় থেকে ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, আগামী ১১ই সেপ্টেম্বরের মধ্যে রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা আবেদন করতে পারবেন। সব ঠিক থাকলে আগামী শনিবার থেকেই পেট্রাপোল সীমান্ত পেরিয়ে ইলিশের ট্রাক এপার বাংলায় ঢুকবে।

ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, “পুজোর আগে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ায় আমরা খুশি। এবারে পুজো এগিয়ে আসায় আমরা আশা করছি খুব শীঘ্রই ইলিশ আসা শুরু হবে।”

এবারের বর্ষায় রাজ্যে ইলিশের উৎপাদন কম হওয়ায় বাজার দখল করেছিল গুজরাটের ভারুচের ইলিশ। তবে দাম একটু বেশি হলেও পুজোর এই সময়ে পদ্মার ইলিশের স্বাদ নিতে বাঙালি কোনো কার্পণ্য করবে না বলেই মনে করছেন মাছ ব্যবসায়ীরা।