আকাশ ভেঙে পড়ল হিমাচলের কুল্লুতে, মধ্যরাতে হড়পা বানে ভেঙে গেল বাড়ি, প্রাণ গেল ১ মহিলার, নিখোঁজ ৪ জন

আবার প্রকৃতির রোষের শিকার হিমাচল প্রদেশ। কুল্লুতে মধ্যরাতে ভয়াবহ ভূমিধসে লণ্ডভণ্ড হয়ে গেল একটি গ্রাম। আচমকা হড়পা বানের তোড়ে ভেঙে পড়ল দু’টি বাড়ি। এই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে একই পরিবারের ৫ জন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার গভীর রাতে কুল্লুর নির্মান্ড এলাকার শারমানি গ্রামে আচমকাই এই ভূমিধসটি হয়। যখন গ্রামের মানুষজন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই বিকট শব্দে ভেঙে পড়ে বাড়ি দু’টি। ধসের জেরে একটি বাড়ি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যায়। বাড়ির ধ্বংসস্তূপ থেকে বার্তি দেবী নামে এক মহিলার নিথর দেহ উদ্ধার করেছে প্রশাসন। এই ঘটনার পর থেকেই মৃত বার্তি দেবীর পরিবারের আরও চার সদস্যের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মনে করা হচ্ছে, তাঁরাও ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়ে আছেন।

অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন মৃতার স্বামী শিব রাম। রাতে বাড়ির উঠোনে ঘুমিয়ে থাকার কারণেই তিনি এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেয়েছেন। ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। নিখোঁজদের খোঁজে জোরকদমে উদ্ধারকাজ চলছে। বৃষ্টির কারণে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।