‘অফিসার’ সেজে নৌসেনা আবাসে ঢুকে রাইফেল চুরি! পুলিশের হাতে বড় প্রশ্ন?

খোদ ভারতীয় নৌসেনার আবাসিক এলাকায় নিরাপত্তার চরম গাফিলতি! নৌসেনার অফিসারের ছদ্মবেশে এক সন্দেহভাজন ব্যক্তি সেনা আবাসে ঢুকে সেন্ট্রি ডিউটিতে থাকা এক জওয়ানের কাছ থেকে একটি ইনসাস রাইফেল ও কার্তুজ চুরি করে নিয়ে চম্পট দিয়েছে। গত শনিবারের এই ঘটনা প্রকাশ্যে আসে সোমবার, যা নিয়ে গোটা দেশে চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, দক্ষিণ মুম্বইয়ের সেনা আবাসে একজন ব্যক্তি নৌসেনা অফিসারের উর্দি পরে ঢুকেছিলেন। সেন্ট্রি ডিউটিতে থাকা এক জওয়ানকে ওই ব্যক্তি জানান, তিনি ডিউটি হ্যান্ডওভার নিতে এসেছেন। উর্দি পরা দেখে জওয়ান তাঁকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলে ধরে নেন এবং কোনো রকম কথা না বাড়িয়ে তাঁর হাতে রাইফেল ও কার্তুজ তুলে দেন। সেই সুযোগের সদ্ব্যবহার করে ওই ব্যক্তি কিছুক্ষণের মধ্যেই রাইফেল-সহ এলাকা থেকে বেপাত্তা হয়ে যান। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানান ওই সেন্ট্রি।
ঘটনার খবর পেয়েই নড়েচড়ে বসে ভারতীয় নৌবাহিনী। মুম্বই পুলিশকেও খবর দেওয়া হয়। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি ও চুরি যাওয়া রাইফেল উদ্ধারের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। কাফ প্যারেড থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ওই জওয়ানকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নৌসেনা এই বিষয়ে অন্যান্য সরকারি তদন্তকারী সংস্থার কাছেও সাহায্য চেয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি চিহ্নিত করতে একটি তদন্ত বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে এত কড়া নিরাপত্তা ভেদ করে একজন সন্দেহভাজন এমন একটি হাইসিকিওরিটি জোনে প্রবেশ করল, তা নিয়েও প্রশ্ন উঠছে।