৪৮ ঘণ্টার মধ্যে ফের আতঙ্ক দিল্লিতে! হঠাৎই ভেঙে পড়ল ৪ তলা বাড়ি, পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন

৪৮ ঘণ্টার মধ্যে দিল্লিতে আবারও একটি চারতলা বাড়ি ভেঙে পড়ার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। সোমবার গভীর রাতে উত্তর দিল্লির সব্জি মান্ডি থানা এলাকার পাঞ্জাবি বস্তি এলাকায় একটি চারতলা বাড়ি ধসে পড়ে। দ্রুত উদ্ধার কাজ শুরু করে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ। ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা গেলেও, কোনো মৃত্যুর খবর জানা যায়নি।

ভাঙার কারণ কী?

প্রাথমিক সূত্রে খবর, বাড়িটি ভেঙে পড়ার সময় সম্পূর্ণ ফাঁকা ছিল। তবে ধ্বংসস্তূপের নিচে বেশ কিছু গাড়ি চাপা পড়ে আছে। দিল্লি পুরসভা সূত্রে জানা যাচ্ছে, বাড়িটি বেশ কিছু বছর ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল এবং মেরামতির অভাবে বেহাল হয়ে পড়েছিল। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, পুরসভা আগেই বাড়িটিকে ভেঙে না দেওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।

৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় ঘটনা

প্রসঙ্গত, এর আগে শনিবারই দিল্লির বাদারপুর বাইপাসের কাছে একটি চারতলা বাড়ি ভেঙে পড়েছিল। সেই বাড়িটিও বিপজ্জনক অবস্থায় ছিল বলে জানা যায়। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে এমন দুটি ঘটনা ঘটায় রাজধানীতে পুরনো বাড়ি সংস্কারের ক্ষেত্রে সেখানকার পুরসভার ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে।