মন্দিরের বাইরে তুমুল মারামারি! দান সংগ্রহের ‘প্রতিযোগিতা’ নিয়ে দুই তরুণীর হাতাহাতি, ভিডিও ভাইরাল দেখুন

রাজস্থানের সিকার জেলার বিখ্যাত খাটু শ্যাম মন্দিরের বাইরে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। মন্দিরের জন্য দান সংগ্রহ নিয়ে দুই তরুণীর মধ্যে ব্যাপক হাতাহাতি হয়। চুলের মুঠি ধরে টানাটানি থেকে শুরু করে লাথি, ঘুষি, চড়, এমনকী লাঠি দিয়ে মারামারির দৃশ্য দেখে পুণ্যার্থীরা স্তম্ভিত হয়ে যান। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

পুলিশের সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কতুবর চকে। প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই তরুণী ভিন্ন ভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুণ্যার্থীদের কাছ থেকে দান সংগ্রহ করছিলেন। কোন সংগঠন বেশি দান সংগ্রহ করবে, তা নিয়েই তাদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে পরিণত হয়। এক তরুণীকে বলতে শোনা যায়, “ও তো নিয়েই পালিয়ে যায়!” তবে এর অর্থ কী, তা এখনো পরিষ্কার নয়।

ভিডিওতে দেখা যায়, দুই তরুণীর পরনে ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট। মারামারি এতটাই ভয়ংকর ছিল যে, প্রথমে কেউ তাদের থামাতে সাহস করেননি। পরে কিছু মানুষ এগিয়ে এসে তাদের হাত থেকে লাঠি কেড়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনরাও অবাক হয়েছেন।

এর আগে উত্তরপ্রদেশের বাঘপাতে দশম শ্রেণির দুই কিশোরীর মারামারির ঘটনাও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল। তারা দু’জনেই একই ছেলেকে পছন্দ করত এবং সেই নিয়েই তাদের মধ্যে তুমুল মারামারি হয়। এই ধরনের ঘটনাগুলি সমাজের নৈতিক অবক্ষয় এবং অসহিষ্ণুতার দিকটিকেই তুলে ধরে।

 

View this post on Instagram

 

A post shared by KhabreJaipurki (Manish) (@khabrejaipurki)