নেহরুর উপহার দেওয়া রোলস রয়েসই ভাঙল বিয়ে! ৫০ বছরের পুরোনো গাড়ির জন্য তুমুল আইনি লড়াই

ভাবতে অবাক লাগলেও, এমনই এক ঘটনা ঘটেছে গোয়ালিয়রের এক প্রভাবশালী দম্পতির জীবনে। একটি রোলস রয়েস গাড়ির মালিকানা নিয়ে শুরু হওয়া তুমুল আইনি লড়াই শেষ হলো বিবাহ-বিচ্ছেদের মাধ্যমে। বিশেষ এই গাড়িটি আর পাঁচটি সাধারণ গাড়ির মতো নয়, এটি ছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিশেষ অনুরোধে তৈরি। সুপ্রিম কোর্টের রায়ে সম্প্রতি নিষ্পত্তি হয়েছে এই মামলার।
গাড়িটি তৈরি হয়েছিল ১৯৫১ সালে, নেহরুর বিশেষ অনুরোধে। এরপর তিনি এটি উপহার দিয়েছিলেন ভদোদরার মহারানি চিমনাবাই সাহিব গায়কোয়াড়কে। কালক্রমে মহারানির কাছ থেকে উত্তরাধিকার সূত্রে গাড়িটি এসে পৌঁছয় গোয়ালিয়রের এক কোটিপতি ব্যবসায়ী পরিবারের হাতে। সেই পরিবার তাদের মেয়ের বিয়েতে গাড়িটি যৌতুক হিসেবে দেওয়ার কথা ঘোষণা করে। কিন্তু অভিযোগ, ২০১৪ সালে বিয়ে হলেও সেই গাড়ি জামাইকে দেওয়া হয়নি। এর পরেই বিবাদের সূত্রপাত।
গাড়ি না পেয়ে প্রথমে নিম্ন আদালতে মামলা করেন জামাই, যা মধ্যপ্রদেশ হাইকোর্ট ঘুরে পৌঁছায় সুপ্রিম কোর্টে। অন্যদিকে, স্ত্রী অভিযোগ করেন যে গাড়ি এবং মুম্বইয়ের একটি বিলাসবহুল ফ্ল্যাটের জন্য তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা তাঁর ওপর অত্যাচার করতেন। তিনি জানান, বিয়ের সময় বিপুল পরিমাণ যৌতুক দেওয়া হলেও, রোলস রয়েসের জন্য তাঁর ওপর অকথ্য অত্যাচার চালানো হতো। অন্যদিকে স্বামীর দাবি, বিয়ের আগে গাড়ি দেওয়ার কথা বলেও তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে।
দীর্ঘদিন ধরে চলা এই বিবাদ মেটাতে আদালত একজন মধ্যস্থতাকারী নিয়োগ করলেও কোনো সমাধান হয়নি। অবশেষে শীর্ষ আদালত বিবাহ-বিচ্ছেদের পক্ষে রায় দেয়। আদালতের নির্দেশ, স্বামী তাঁর স্ত্রীকে বিয়ের সব গয়না ও উপহার ফেরত দেবেন এবং ক্ষতিপূরণ বাবদ ২ কোটি ২৫ লক্ষ টাকা দেবেন। আর সেই ঐতিহাসিক রোলস রয়েস গাড়িটি থাকবে স্ত্রীর পরিবারের হেফাজতেই। একটি সূত্র অনুযায়ী, বর্তমানে গাড়িটির বাজারমূল্য আড়াই কোটি টাকারও বেশি।