“সাড়ে ৩টেয় বিস্ফোরণ হবে”- দিল্লির মুখ্যমন্ত্রীর সচিবালয় উড়িয়ে দেওয়ার হুমকি

মঙ্গলবার দুপুরে বোমার হুমকির ইমেল ঘিরে চরম আতঙ্ক ছড়ালো দিল্লিতে। মুখ্যমন্ত্রীর সচিবালয় উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পাঠানো হয়েছিল এই ইমেল। সেখানে লেখা ছিল, আজ দুপুর সাড়ে ৩টেয় এই বিস্ফোরণ হবে এবং সচিবালয় গুঁড়িয়ে যাবে। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিসপোজ়াল স্কোয়াড।

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, কোথা থেকে এই ইমেল করা হয়েছে, তা জানতে ইতিমধ্যেই সাইবার সেলকে নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রয়োজনীয় সতর্কতা জারি করা হয়েছে এবং পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার পাশাপাশি, মৌলানা আজ়াদ মেডিক্যাল কলেজেও বোমার হুমকি ফোন এসেছে বলে জানা গেছে। দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, বেলা ১২টা নাগাদ এই ফোন আসে। খবর পেয়েই একাধিক দমকলের গাড়ি পৌঁছয় মেডিক্যাল কলেজে। একদিকে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ইমেল হুমকি এবং অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ মেডিক্যাল কলেজে ফোন হুমকি, এই দুই ঘটনায় রাজধানীতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।