হায় ভগবান! ফেসবুকের ফাঁদে পড়ে ১.৫ কোটি টাকা খুইয়ে পথে বসলেন বৃদ্ধ! আপনিও এই ভুল করছেন না তো?

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো বিজ্ঞাপনের ফাঁদে পড়ে প্রায় দেড় কোটি টাকা খুইয়েছেন মোহালির এক ৬৪ বছরের বৃদ্ধ। রাজনদীপ সিং নামের ওই ব্যক্তি ফেসবুকে একটি বিনিয়োগের বিজ্ঞাপন দেখে তাতে ক্লিক করেন। বিজ্ঞাপনটিতে এইচডিএফসি সিকিউরিটিজ, আপস্টক্সের মতো স্বনামধন্য ব্রোকার সংস্থার নাম ব্যবহার করে মোটা টাকা লাভের প্রলোভন দেখানো হয়েছিল।
বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ওই বৃদ্ধ ‘এইচডিএফসি মার্কেট নেভিগেশন’ নামের একটি ভুয়ো হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেন। এরপর প্রতারকরা নিজেদের পেশাদার প্রমাণ করতে ভুয়ো সেবির সার্টিফিকেট এবং নকল আইডি ব্যবহার করে বিনিয়োগের জন্য চাপ দিতে থাকে। প্রথমে ১০ হাজার টাকা বিনিয়োগ করে দ্বিগুণ লাভ করার সুযোগ দেওয়া হয়, যা দেখে রাজনদীপ সিং বিশ্বাস করে ফেলেন। এরপর তিনি দফায় দফায় ১.৫ কোটি টাকা বিনিয়োগ করেন। তার টাকা দ্বিগুণ হয়েছে এমনটি প্ল্যাটফর্মে দেখালেও, গোপনে সেই টাকা অন্যত্র পাচার হয়ে যেত। শেষ পর্যন্ত প্রতারকরা সব অ্যাকাউন্ট বন্ধ করে দিলে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন।
সাইবার ক্রাইম বিভাগ এই ধরনের ডিজিটাল প্রতারণা সম্পর্কে আগেই সতর্কতা জারি করেছিল। মানুষকে অবাস্তব লাভের প্রতিশ্রুতি দেওয়া পপ-আপগুলোতে বিশ্বাস না করতে বলা হয়েছে। বিনিয়োগ করার আগে সংস্থার শংসাপত্র যাচাই করা, অজানা গ্রুপে যোগ না দেওয়া এবং লোভনীয় বিজ্ঞাপন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনায় তথ্য প্রযুক্তি আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ এই ধরনের সংগঠিত অপরাধ চক্র সম্পর্কে সবাইকে সতর্ক করেছে।