মালদার কলেজে রবীন্দ্রনাথের ছবিতে আগুন, প্রতিবাদে শুভেন্দুর মিছিলে রণক্ষেত্র পরিস্থিতি

মালদার চাঁচল কলেজে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে। অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন লাগিয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদে রাস্তায় নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এই ঘটনার প্রতিবাদে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি (BJP) একটি পদযাত্রা বের করে। পদযাত্রাটি আইসিসিআর থেকে শুরু হয়ে রবীন্দ্র সদনের দিকে যায়। কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন শুভেন্দু অধিকারীর আসার খবর পেয়ে রবীন্দ্র সদনের গেট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

আসল ঘটনা হলো, চাঁচল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছিল। অভিযোগ, সেই সময় তাদের হাতে থাকা ছবিতে ভুলবশত রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও ছিল, যা তারা পোড়ায়। এই ঘটনার পরেই তা দ্রুত রাজনৈতিক রূপ নেয়। শুভেন্দু অধিকারী এটিকে বাংলার সংস্কৃতির ওপর আঘাত বলে আখ্যায়িত করেন এবং এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এখনও কোনো বিস্তারিত মন্তব্য আসেনি, তবুও এই ঘটনায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে তুমুল উত্তেজনা ছড়িয়েছে।