দুর্গাপূজোর মণ্ডপে মায়ের পায়ের কাছে রাখতে হবে প্রধানমন্ত্রীর ছবি! কী কারণে এমন নির্দেশ দিল্লির মুখ্যমন্ত্রীর?

দুর্গাপুজোর মণ্ডপে প্রতিমার পায়ের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রাখার নিদান দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য মা দুর্গার আশীর্বাদ পেতে পুজো কমিটিগুলোকে এই কাজটি করতে হবে। দিল্লির শতাধিক পুজো কমিটি ও রামলীলা আয়োজকদের সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব দেন তিনি, যা নিয়ে এখন ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।
গত শনিবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা পুজোর আয়োজন সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন। এই পর্যন্ত সবকিছু ঠিক থাকলেও, বৈঠকের শেষের দিকে তিনি এই বিতর্কিত মন্তব্যটি করেন। তিনি বলেন, “১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। সেদিন থেকে ২ অক্টোবর পর্যন্ত আমরা সেবাপক্ষ চালাব। এই সময়ে নানা সেবামূলক কাজ করা হবে। আমি চাই আপনারা পুজোর দিনগুলোতেও কোনো না কোনো সেবামূলক কাজ করুন।”
এরপরই তিনি যোগ করেন, “অবশ্যই প্রত্যেক মণ্ডপে মায়ের মূর্তির পায়ের কাছে প্রধানমন্ত্রীর ছবি রাখুন। যাতে মায়ের আশীর্বাদ পেয়ে তিনি দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের অধিকারী হতে পারেন।”
দিল্লির এই নিদান মেনে নিতে পারছেন না প্রবাসী বাঙালি পুজো উদ্যোক্তারা। যদিও প্রকাশ্যে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না, তবে অনেকেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। ময়ূর বিহারের একটি আড়াই দশকের পুরনো পুজো কমিটির এক উদ্যোক্তা এই প্রস্তাবকে “সব বকওয়াস” বলে মন্তব্য করেছেন।
চিত্তরঞ্জন পার্কের এক মেগাপুজোর কর্তা বলেছেন, রেখা গুপ্তা পুজোর জন্য যে সুবিধাগুলো করে দিয়েছেন তা প্রশংসনীয়, কিন্তু এই ধরনের মন্তব্য করে তিনি “এক বালতি দুধে চোনা ফেলে দিয়েছেন”। তিনি এই কাজকে শীর্ষ নেতৃত্বকে ‘তৈলমর্দন’ করার চেষ্টা বলে উল্লেখ করেছেন এবং পুজোর সঙ্গে রাজনীতি গুলিয়ে ফেলার তীব্র বিরোধিতা করেছেন।