রাতের অন্ধকারে মালদায় ‘দেবী চৌধুরানী’র দল! ডাকাতি করতে এলেন প্রসেনজিৎ ও শ্রাবন্তী, কেন?

কলকাতায় ঘোড়ায় চড়ে ডাকাতির পর এবার রাতের অন্ধকারে মালদায় এসে হাজির হলেন ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী। আগামী দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে চলেছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী- ব্যান্ডিট কুইন অফ বেঙ্গল’ ছবিটি। আর তাই ছবির প্রচারের জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও বিবৃতি চট্টোপাধ্যায় তাদের পুরো দল নিয়ে মালদায় হাজির হয়েছেন।

কেন মালদায় এলেন তাঁরা?
জনগণের কাছে সরাসরি পৌঁছানো এবং ছবির প্রচারের জন্য এই অভিনব কৌশল অবলম্বন করা হয়েছে। মালদার বাসিন্দারা তাদের প্রিয় তারকাদের ফুলের মালায় বরণ করে নেন। এর আগে ‘রঘু ডাকাত’ ছবির টিমও মালদায় এসে প্রচার চালিয়েছিল।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মজার ছলে বলেন, “আমরা আজ মালদায় এসেছি ডাকাতি করতে। আমরা ডাকাত। পুলিশ আমাদেরকে ডাকাতি করতে নিয়ে যাচ্ছে।” এদিন তাকে তার অভিনীত ফেলে আসা চরিত্রগুলির মতো লুকে দেখাচ্ছিল, মাথায় ফেট্টি এবং চোখে কালো চশমা। শ্রাবন্তীর পরনে ছিল কালো টি-শার্ট ও জিন্স, এবং বিবৃতি পরেছিলেন সাদা সালোয়ার কামিজ।

ছবিতে কারা আছেন?
এই ছবিতে প্রফুল্ল ওরফে দেবী চৌধুরানীর চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, এবং ভবানী পাঠকের চরিত্রে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, কিঞ্জল নন্দ, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, ভরত কল সহ আরও অনেকে।

এই ছবির মাধ্যমে প্রসেনজিৎ এবং শ্রাবন্তী দর্শকদের কাছে পৌঁছে ছবিটিকে সফল করার জন্য জোর প্রচার চালাচ্ছেন।