পুলিশের উপরেই ‘বাটপারি’, চুরির নালিশ জানাতে এসে থানা থেকেই মোবাইল চুরি!

ভিড় বাস, ট্রেন বা বাজারে মোবাইল চুরির ঘটনা নতুন কিছু নয়। কিন্তু খোদ পুলিশি পাহারায় থাকা থানার ভেতর থেকেই যদি মোবাইল চুরি হয়ে যায়, তাহলে কেমন হবে? সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে কলকাতার নিউ মার্কেট থানায়, যা শুনে রীতিমতো তাজ্জব পুলিশকর্মীরা!
রবিবার নিউ মার্কেট থানায় এক মহিলা গোবেচারা মুখে চুরির অভিযোগ জানাতে এসেছিলেন। ডিউটি অফিসারকে জানান, তাঁর কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে। অফিসার তাঁকে একটু অপেক্ষা করতে বলেন। আর সেই অপেক্ষার সুযোগেই পুলিশকর্মীদের নাকের ডগা থেকে এক পুলিশকর্মীর মোবাইল ফোন হাতিয়ে নেন সেই মহিলা!
থানার ডিউটি অফিসার সহ অন্যান্য কর্মীরা সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও কেউ কিছুই টের পাননি। জিডি (জেনারেল ডায়েরি) করার পর মহিলা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মোবাইলের খোঁজ পড়ে। তখনই দেখা যায়, মোবাইলটি গায়েব।
সিসিটিভি ফুটেজে ধরা পড়ল হাতেনাতে
সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেন পুলিশকর্মীরা। আর তাতেই ধরা পড়ে আসল চোর! দেখা যায়, যিনি অভিযোগ জানাতে এসেছিলেন, তিনিই কৌশলে মোবাইলটি ব্যাগে ভরে ফেলেছেন। এরপর রাস্তার সিসিটিভি ফুটেজ এবং নিজস্ব সোর্সের মাধ্যমে ওই মহিলার খোঁজ শুরু করে পুলিশ।
২৪ ঘণ্টায় গ্রেফতার, পরিচয় জানাল পুলিশ
পুলিশি তৎপরতায় ২৪ ঘণ্টার মধ্যেই ওই মহিলাকে পাকড়াও করা হয়। জেরার মুখে তিনি নিজের নাম কেনেডাক বয়েন বলে দাবি করেন। জানা গিয়েছে, অ্যাংলো ইন্ডিয়ান এই মহিলার বাড়ি পার্ক স্ট্রিটে। তাঁর কাছ থেকে চুরি যাওয়া মোবাইলটিও উদ্ধার করা হয়েছে। ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে ১২ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশ এখন খতিয়ে দেখছে, তিনি এর আগে এমন ঘটনা আরও কোথায় ঘটিয়েছেন এবং তাঁর মানসিক স্বাস্থ্য কেমন।