‘৫ লক্ষ টাকার বন্ড’, শর্ত মেনে বিদেশ সফরে কুণাল, লন্ডন ও আয়ার্ল্যান্ডে কী কর্মসূচি?

কলকাতা হাইকোর্ট সারদা মামলায় অভিযুক্ত কুণাল ঘোষকে লন্ডন ও আয়ার্ল্যান্ডে যাওয়ার অনুমতি দিয়েছে। কিছু সাংস্কৃতিক ও আনুষঙ্গিক কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী আদালতের কাছে এই আবেদন করেন। বিচারপতি শুভ্রা ঘোষ কুণাল ঘোষের বিদেশ সফরের অনুমতি দিয়েছেন, তবে বেশ কিছু শর্ত রাখা হয়েছে, যা আগের সফরের মতোই।
কেন অনুমতি নিতে হলো?
চিটফান্ড মামলায় অভিযুক্ত হওয়ায় কুণাল ঘোষের পাসপোর্ট আদালতের কাছে জমা রয়েছে। জামিনের শর্ত অনুযায়ী, তাঁকে বিদেশ যেতে হলে আদালতের অনুমতি নিতে হয়। এর আগে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও লন্ডন সফরে গিয়েছিলেন এবং তখনও একইভাবে আদালতের অনুমতি নিয়েছিলেন।
২০১৭ সালে সারদা মামলায় জামিন পাওয়ার পর ২০২৩ সালে কুণাল ঘোষ প্রথমবার বিদেশযাত্রার অনুমতি চান এবং কলকাতা হাইকোর্ট তা মঞ্জুর করে। তারপর থেকে তিনি একাধিকবার বিদেশ সফরের জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন।
কী কী শর্ত মানতে হবে?
কুণাল ঘোষকে আদালতের কাছে ৫ লক্ষ টাকা জমা রাখতে হবে। সফর থেকে ফিরে আসার পর এই টাকা তিনি ফেরত পাবেন। কুণাল ঘোষ নিজে জানিয়েছেন, “জামিনের শর্তেই ছিল বিদেশ যেতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। আমি আইন মেনে সেই অনুমতি নিয়েছি।”
এইবারের সফরটি অক্টোবরে হবে বলে জানা গিয়েছে। তবে সেখানে তার ঠিক কী কী কর্মসূচি রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।