এশিয়া কাপের আগে বড় খবর! ওপেনিংয়েই শুভমন-অভিষেক জুটি, বাদ পড়লেন সঞ্জু স্যামসন?

এশিয়া কাপের ঢাকে কাঠি পড়তেই জোর চর্চা শুরু হয়েছে ভারতীয় দলের সম্ভাব্য একাদশ নিয়ে। আগামীকাল, বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। তার আগে, দলের ওপেনিং জুটি নিয়ে তুমুল জল্পনা চলছে।
সব জল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই তারকা – সঞ্জু স্যামসন এবং শুভমন গিল। গত কয়েকটি টি-টোয়েন্টি সিরিজে দারুণ ছন্দে ছিলেন সঞ্জু স্যামসন। ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে তাঁর জুটি দারুণ সাফল্য পেয়েছে। অন্যদিকে, শুভমন গিল এই সিরিজে সহ-অধিনায়ক হিসেবে ফিরেছেন, তিনিও একজন ওপেনার।
এই পরিস্থিতিতে কোন জুটিকে ওপেনিংয়ে নামানো হবে, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। তবে সম্প্রতি অনুশীলনে যা দেখা গেছে, তাতে মনে করা হচ্ছে শুভমন গিল এবং অভিষেক শর্মা জুটিই ওপেনিংয়ে ব্যাট করতে নামবে। এই সিদ্ধান্তে সঞ্জু স্যামসন একাদশ থেকে বাদ পড়তে পারেন, কারণ মিডল অর্ডারে উইকেটকিপার-ব্যাটার হিসেবে জীতেশ শর্মা সুযোগ পেতে পারেন।
কেন শুভমন গিল এগিয়ে?
শুভমন গিলকে শুধুমাত্র একজন ওপেনার হিসেবে নয়, ভবিষ্যতের অধিনায়ক হিসেবেও ভাবা হচ্ছে। শোনা যাচ্ছে, বিশ্বকাপের পরেই টেস্ট এবং টি-টোয়েন্টিতে তাঁকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তাই এখনই তাঁকে খেলার সুযোগ দিয়ে তৈরি করা হচ্ছে। তবে, যদি শুভমন-অভিষেক জুটি টানা ব্যর্থ হয়, তাহলে ফের সঞ্জুকে দলে ফেরানো হতে পারে।
এদিকে, জীতেশ শর্মা অনুশীলনে লম্বা সময় ধরে ব্যাটিং প্র্যাকটিস করেছেন, অন্যদিকে সঞ্জু স্যামসনকে দেখা গেছে প্রায় একা একা সময় কাটাতে। এই দৃশ্য থেকেই ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, দলের সেরা কম্বিনেশন তৈরির লক্ষ্যে শুভমনকেই ওপেনিংয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে।
তাহলে কি ওপেনিংয়ে শুভমন-অভিষেক জুটিই দেখা যাবে, নাকি শেষ মুহূর্তে বদলে যাবে পরিকল্পনা? সব প্রশ্নের উত্তর মিলবে আগামীকাল, ম্যাচের দিন।