মাত্র ৫ বছরের শিশুর খোলা চিঠি মুখ্যমন্ত্রীর কাছে, ‘দিদুন আমার মাকে বাড়ি পাঠিয়ে দাও, খুব কষ্ট হয়!’

উত্তর দিনাজপুরে কর্মরত শিক্ষিকা মায়ের থেকে দূরে থাকতে হয় আসানসোলের ছোট্ট ঐতিহ্য দাসকে। মাত্র ৫ বছর বয়সেই মায়ের অভাব যেন তার মনকে ভারাক্রান্ত করে তুলেছে। সেই কষ্টের কথা এবার সে সরাসরি লিখে জানাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীকে ‘প্রিয় মমতা দিদুন’ সম্বোধন করে তার হাতে লেখা সেই খোলা চিঠি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

চিঠিতে ঐতিহ্য লিখেছে, ‘আমার খুব কষ্ট হয় মাকে ছাড়া। আমি আমার মাকে খুব ভালবাসি।’ তার এই সরল আবেদন হৃদয় ছুঁয়ে গিয়েছে সকলের। ঐতিহ্য আরও জানিয়েছে, যদি তার মা বাড়ি ফিরে আসে, তবে সে আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ধন্যবাদ জানাবে।

ঐতিহ্যের মা স্বাগতা পাইন উত্তর দিনাজপুরের রহমতপুর এফপি স্কুলে শিক্ষিকা। দীর্ঘ দূরত্ব এবং জলবায়ুর সমস্যার কারণে ঐতিহ্যকে তার দাদু ও বাবার কাছে আসানসোলে রেখে আসতে হয়েছে। ফলস্বরূপ, মায়ের স্নেহ থেকে বঞ্চিত এই শিশু মন যন্ত্রণায় কুঁকড়ে উঠছে।

২০২১ সালের বিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়া অনেক শিক্ষকই তাঁদের বাড়ি থেকে দূরবর্তী জেলায় কর্মরত। তাঁরা বারবার নিজেদের জেলায় বদলির জন্য আবেদন জানিয়েছেন, কিন্তু কোনো ফল হয়নি। এই পরিস্থিতিতে ছোট্ট ঐতিহ্যের চিঠি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছে – কেন এত দূরত্বের কারণে শিশুদের তাদের মায়ের কাছ থেকে দূরে থাকতে হচ্ছে?

ঐতিহ্যের মা স্বাগতা জানান, এই চিঠি লেখার জন্য তাঁর ছেলেকে কেউ শেখায়নি। তাদের চিঠি লেখা দেখে হয়তো সে নিজেই এই কাজ করেছে।