লরির পেছনে সজোরে ধাক্কা, স্কুল পড়ুয়া বোঝাই টোটো উল্টে ভয়ঙ্কর দুর্ঘটনা, রক্তাক্ত ৫ পড়ুয়া,

স্কুলের ছুটি শেষে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়ল স্কুল পড়ুয়া বোঝাই একটি টোটো। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে টোটোটি। এই মর্মান্তিক ঘটনায় টোটো চালকসহ আহত হয়েছে পাঁচ স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটেছে মালদহের গাজোল থানার অন্তর্গত ময়না এলাকায়, ১২ নম্বর জাতীয় সড়কের উপর।
দুর্ঘটনার পর পরই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় আহত স্কুল পড়ুয়াদের মালদহ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর টোটোতে করে ছাত্রছাত্রীরা বাড়ি ফিরছিল। টোটোয় সজোরে গান বাজছিল, যার কারণে চালক সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করেছে। একসঙ্গে এতজন স্কুল পড়ুয়া আহত হওয়ায় এলাকায় গভীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।