বিহারে ভোটার তালিকায় ‘ভূত’ ভোটার, হিন্দু বাড়িতে মুসলিম নাম, নির্বাচন কমিশনের পদক্ষেপ কী

বিহারের মুজফফরপুর জেলার একটি গ্রামে ভোটার তালিকা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, একটি হিন্দু-অধ্যুষিত গ্রামের একাধিক হিন্দু পরিবারের ভোটার তালিকায় মুসলিমদের নাম যুক্ত করা হয়েছে। গ্রামবাসী এই ঘটনাকে নিছক ভুল না মেনে একটি বড় ষড়যন্ত্রের অংশ বলে সন্দেহ করছেন।

মুজফফর জেলার সাকরা বিধানসভা কেন্দ্রের কাটেসার পঞ্চায়েতের মোহনপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। গ্রামবাসীরা জানাচ্ছেন, কিছু বাড়িতে বহু বছর ধরে কেউ না থাকলেও সেখানে মুসলিম নাম নথিভুক্ত করা হয়েছে। এমনকি যেসব বাড়িতে হিন্দুরা বসবাস করেন, সেখানেও এই ধরনের নাম যুক্ত হয়েছে।

কেন এই অভিযোগ?
মোহনপুর গ্রামের বাসিন্দা কামেশ্বর ঠাকুর জানান, তাঁর পরিবারের ৬ জন সদস্যের নামের তালিকায় রোশন খাতুন এবং তাঁর স্বামী মহম্মদ শাবিরের নাম যুক্ত হয়েছে। অন্যদিকে, তাঁর ভাই উমেশ ঠাকুরের খালি বাড়িতে ১১টি মুসলিম নাম নথিভুক্ত করা হয়েছে। একই গ্রামের পবন ঠাকুরও অভিযোগ করেছেন, তাঁর বাড়িতে যেখানে তিনি একাই থাকেন, সেখানেও ভোটার তালিকায় ৮টি মুসলিম নাম যুক্ত হয়েছে। এই সমস্ত ঘটনাকে পবন ঠাকুর ‘ষড়যন্ত্র’ বলেই আখ্যা দিয়েছেন।

এই বিষয়ে স্থানীয় বিএলও (বুথ লেভেল অফিসার) রেণু কুমারী কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে উচ্চপদস্থ নির্বাচন আধিকারিকরা বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন।