বাংলাদেশে রাজনৈতিক মহলে চাঞ্চল্য, ইউনূস সরকারের সমালোচককে গ্রেফতার করল পুলিশ,

বাংলাদেশের রাজনৈতিক মহলে আবারও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মুক্তিযোদ্ধা ও প্রাক্তন আমলা আবু আলম শাহিদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর সঙ্গে আরও পাঁচজনকেও আটক করা হয়েছে। এই পাঁচজনের বিরুদ্ধে অনুমতি ছাড়া আন্দোলন সংগঠিত করার অভিযোগ রয়েছে। সদ্য ক্ষমতা বদলের পর অন্তর্বর্তী সরকারের সমালোচকদের বিরুদ্ধে এটি ধারাবাহিক পদক্ষেপ বলে মনে করছেন অনেকে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি বিবৃতি জারি করে এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। জানানো হয়েছে, ঢাকার শাহবাগ থানায় দায়ের হওয়া একটি অভিযোগের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ আবু আলমকে গ্রেফতার করেছে। তবে ঠিক কী অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ কোনো বিস্তারিত তথ্য জানায়নি।
কেন এই গ্রেফতারি?
শেখ হাসিনার আমলে একাধিক মন্ত্রকের সচিবের দায়িত্ব পালন করা আবু আলম গত কয়েক মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনূস সরকারের কঠোর সমালোচনা করে আসছিলেন। ধারণা করা হচ্ছে, তাঁর এই সমালোচনাই গ্রেফতারের মূল কারণ।
সাম্প্রতিক অতীতে আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এদের মধ্যে রয়েছেন রংপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য নাজমূল আহসান কালিমুল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। ৮৭ বছর বয়সী প্রাক্তন আইনমন্ত্রী লতিফ সিদ্দিককেও একই আইনে গ্রেফতার করা হয়েছে।
মুক্তিযোদ্ধা আবু আলমসহ সম্প্রতি গ্রেফতার হওয়া সকলেই একটি আলোচনা সভায় উপস্থিত ছিলেন, যা ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন আয়োজন করেছিল। ওই অনুষ্ঠানে হামলাকারীরা অভিযোগ করেছিল যে, উপস্থিত ব্যক্তিরা হাসিনার সরকারের ঘনিষ্ঠ ছিলেন এবং ২০২৩ সালের জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। পুলিশ সেদিন বক্তাদের জনরোষ থেকে বাঁচালেও পরে তাঁদের বিরুদ্ধে মামলা করে, যার পরই এই গ্রেফতারের পর্ব শুরু হয়।