ইনজুরির কারণে পুরোনো ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন, অবশেষে নতুন ক্লাবে রয় কৃষ্ণা, অবাক করা ঘোষণা

দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে নতুন ক্লাব পেলেন ভারতীয় ফুটবলের অন্যতম তারকা রয় কৃষ্ণা। আইএসএল-এর অন্যতম সফল এই ফরোয়ার্ডকে নতুন মৌসুমে সই করিয়েছে দক্ষিণের ফুটবল ক্লাব মাল্লাপুরম এফসি।

ভারতীয় ফুটবলে রয় কৃষ্ণার আগমন ঘটেছিল এটিকে দলের হয়ে। কলকাতার ফুটবলপ্রেমীদের কাছে তিনি দ্রুতই প্রিয় হয়ে ওঠেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর তিনি বেঙ্গালুরু এফসি ও ওডিশা এফসি-র হয়েও খেলেছেন। কিন্তু গত বছরের ডিসেম্বরে এসিএল চোট পেয়ে তিনি মাঠ থেকে ছিটকে যান। চোট এতটাই গুরুতর ছিল যে পুরো সিজনই তাঁকে বাইরে থাকতে হয়েছিল। এই চোট এবং তাঁর বয়স (৩৭) নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল এবং শেষ পর্যন্ত ওডিশা এফসি-র সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন হয়।

তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ, ৮ সেপ্টেম্বর তিনি নতুন ক্লাবে সই করেছেন। আপাতত এক মরসুমের চুক্তিতেই তাঁকে দলে নিয়েছে মাল্লাপুরম এফসি। আইএসএল জয়ী এই ফুটবলারের পারফরম্যান্সের ভিত্তিতে ভবিষ্যতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।