নিজের পকেট থেকে দিলেন টাকা, পাঞ্জাবে বন্যা বিধ্বস্তদের পাশে দাঁড়ালেন হরভজন

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাঞ্জাবের পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও রাজ্যসভার সাংসদ হরভজন সিং। বন্যার্তদের উদ্ধারে এবং ত্রাণকার্যে সহায়তার জন্য তিনি বোট, অ্যাম্বুলেন্স এবং নগদ আর্থিক সাহায্য পাঠিয়েছেন। পাঞ্জাবের ২৩টি জেলার মধ্যে ২২টিই এখন বন্যা কবলিত।

রাজ্যসভার সাংসদ হিসেবে পাওয়া তহবিল থেকে হরভজন আটটি স্টিমার বোট দিয়েছেন। এর সঙ্গে নিজের পকেটের টাকা থেকে আরও তিনটি বোট দিয়েছেন। তার ঘনিষ্ঠ একজন পিটিআইকে জানান, “হরভজন সিং পাঞ্জাবের উদ্ধার কাজের জন্য মোট ১১টি স্টিমার বোট দিয়েছেন, যার মধ্যে ৮টি সাংসদ তহবিল থেকে এবং বাকি ৩টি নিজের টাকায়। প্রতিটি বোটের দাম সাড়ে চার থেকে সাড়ে পাঁচ লাখ টাকা। এছাড়াও, অসুস্থদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য তিনি তিনটি অ্যাম্বুলেন্সও দিয়েছেন।”

পাশাপাশি, তিনি বন্ধুদের কাছেও সাহায্যের আবেদন জানিয়েছেন। জানা গেছে, একটি স্পোর্টস সংস্থা ৩০ লক্ষ টাকা এবং তার দুই বন্ধু ১২ লক্ষ ও ৬ লক্ষ টাকা দিয়েছেন। সব মিলিয়ে হরভজনের ডাকে সাড়া দিয়ে মোট ৫০ লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছে। এই টাকা দিয়ে বন্যা দুর্গতদের জন্য খাবার এবং ওষুধ কেনা হবে।

হরভজনের নজরদারি
গত কয়েক সপ্তাহ ধরে পাঞ্জাবে টানা বৃষ্টি এবং নদীর জল বেড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফসলের মাঠ থেকে শুরু করে গবাদি পশুরও ব্যাপক ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থার পাশাপাশি হরভজন সিং-এর এই মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে। তিনি নিজে পুরো বিষয়টির ওপর নজর রাখছেন বলে জানা গেছে।