গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, ফি কমানোর দাবিতে বিক্ষোভ, রক্তাক্ত ছাত্রছাত্রীরা, কেন এই পরিস্থিতি

উচ্চশিক্ষাকে বাণিজ্যিকীকরণের প্রতিবাদে এবার উত্তাল হয়ে উঠল মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। স্নাতকের প্রতিটি সেমিস্টারে ভর্তির ফি অস্বাভাবিক হারে বাড়ানোর প্রতিবাদে সোমবার ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ শুরু করেন। তাদের স্লোগান ছিল, ‘ফি কমাও, শিক্ষা বাঁচাও’। অভিযোগ, শান্তিপূর্ণ এই আন্দোলনে হামলা চালায় কিছু বহিরাগত এবং বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা, যার ফলে বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী আহত হয়েছেন।
জানা গেছে, কলা বিভাগের ভর্তির ফি যেখানে ছিল ২৩০০ টাকা, তা বেড়ে দাঁড়িয়েছে ৪৮০০ টাকা। অন্যদিকে, বিজ্ঞান বিভাগে ৩৭০০ টাকা থেকে বেড়ে তা হয়েছে ৬৮০০ টাকা। এই বিপুল ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন এবং কাউকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছিলেন না।
কী ঘটেছিল সেদিন?
বিক্ষোভ চলাকালীনই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে। সংঘর্ষে বেশ কয়েকজন পড়ুয়া আহত হন। এই হামলার প্রতিবাদে তারা বিশ্ববিদ্যালয় চত্বরে পথ অবরোধ করেন, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ।
যদিও এই হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে অভিযুক্ত ও বহিরাগতরা। ছাত্র-ছাত্রীরা জানিয়েছেন, অবিলম্বে ফি কমানো না হলে তাঁদের বিক্ষোভ কর্মসূচি চলবে।