যেন ‘পঞ্চায়েত’-এর ফুলেরা গ্রাম,,মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সরকারি বৈঠকে স্বামী মণীশ

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে তার স্বামীর একটি ছবি ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ছবিতে দেখা যাচ্ছে, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী একটি বৈঠক করছেন, আর ঠিক তার পাশেই বসে আছেন তার স্বামী মণীশ গুপ্তা। এই ছবিটি প্রকাশ পাওয়ার পর থেকে বিরোধীরা অভিযোগ করছেন, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা শুধুমাত্র নামে, রাজ্যের আসল রাশ রয়েছে তার স্বামী মণীশ গুপ্তার হাতে।
আম আদমি পার্টি (AAP) দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, রেখা গুপ্তা নামেই মুখ্যমন্ত্রী। তার স্বামী মণীশ গুপ্তাই পর্দার আড়ালে থেকে দিল্লির সমস্ত প্রশাসনিক কাজ পরিচালনা করেন। যদিও বিজেপি এতদিন এই অভিযোগ অস্বীকার করে আসছিল, কিন্তু আপ নেতা সৌরভ ভরদ্বাজের সোমবারের একটি পোস্ট সেই বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে।
সৌরভ ভরদ্বাজ তার পোস্টে প্রশ্ন তুলেছেন, ‘সরকারি বৈঠকে একজন মুখ্যমন্ত্রীর পাশে তার স্বামী কেন বসে আছেন? এটি কি সাংবিধানিক ব্যবস্থার সঙ্গে ছেলেখেলা নয়?’ তিনি বিজেপিকে স্বজনপোষণেরও অভিযোগ এনেছেন। এই বিতর্ক অনেকটা জনপ্রিয় সিরিজ ‘পঞ্চায়েত’-এর ‘প্রধানজি’র মতো বলে অনেকেই কটাক্ষ করছেন, যেখানে সরপঞ্চের স্ত্রী পদে থাকলেও সমস্ত কাজ পরিচালনা করতেন তার স্বামী।
মণীশ গুপ্তা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজকর্মী। রেখা গুপ্তার নির্বাচনী হলফনামা অনুযায়ী, মণীশ ‘নিকুঞ্জ এন্টারপ্রাইজ’-এর মালিক। এছাড়াও তিনি কোটাক লাইফ ইনস্যুরেন্সের সঙ্গে যুক্ত এবং শেয়ার বাজার থেকে প্রচুর আয় করেন। ২০২৩-২৪ অর্থবর্ষে তার রোজগার ছিল ৯৭ লক্ষ টাকা।
মুখ্যমন্ত্রী হওয়ার পর রেখা গুপ্তা নিজেই প্রকাশ্যে স্বীকার করেছিলেন, তার রাজনৈতিক সাফল্যের পেছনে স্বামীর অবদান অপরিসীম। তিনি বলেছিলেন, ‘আমার জন্য তিনি অনেক কিছু করেছেন।’
মণীশ গুপ্তা সরকার বা বিজেপির কোনো পদে না থাকা সত্ত্বেও সরকারি বৈঠকে তার উপস্থিতি নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে।