খোকা ইলিশের গাড়ি আটকাতেই ক্ষোভ, মাছের আড়তে নিলাম ঘিরে অশান্তি

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ‘খোকা ইলিশ’ ধরার অভিযোগে উত্তাল হয়ে উঠল ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার। প্রায় ২৪০ কেজি কম ওজনের ইলিশ বাজেয়াপ্ত করার পর মগরাহাট থানার পুলিশ সেই মাছ নিলামের জন্য নগেন্দ্র বাজারে নিয়ে এলে ব্যবসায়ীদের সঙ্গে তুমুল ঝামেলা শুরু হয়।

পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে মগরাহাটের নাকা চেকিং-এর সময় বিষ্ণুপুরের ব্যবসায়ী পিনাক চক্রবর্তীর গাড়ি আটক করা হয়। তল্লাশিতে দেখা যায়, গাড়িতে ২৫০ থেকে ৩০০ গ্রামের মধ্যে ওজনের বিপুল পরিমাণ ইলিশ রয়েছে, যা ধরা বা বিক্রি করা আইনত নিষিদ্ধ। এরপর মৎস্য দফতর গাড়িটি বাজেয়াপ্ত করে এবং সোমবার সকালে নগেন্দ্র বাজারে মাছগুলো নিলামের জন্য নিয়ে আসে।

পুলিশের এই পদক্ষেপে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় ব্যবসায়ী ও মৎস্যজীবীরা। তারা নিলাম প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করেন এবং তীব্র প্রতিবাদ শুরু করেন। তাদের অভিযোগ, ছোট ইলিশ যেহেতু বাজারে বিক্রি হয়, তাই তারা সেগুলো কেনেন। এমন পরিস্থিতিতে পুলিশ কেন তাদের গাড়ি আটক করবে?

ঘটনাস্থলে ডায়মন্ড হারবার থানার পুলিশ পৌঁছালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপার বিশপ সরকার জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে বলেন, “উনি বলছেন বাজারে পাওয়া যায়, তাই কিনেছেন। এটা কোনো যুক্তি হতে পারে না।” তিনি আরও বলেন, নির্দিষ্ট ওজনের কম ইলিশ ধরা বেআইনি, এবং যারা আইন ভাঙবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় মৎস্য ব্যবসায়ী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এই বিতর্ক সহজে থামার লক্ষণ নেই।