উন্মত্ত জনতার ইটবৃষ্টি দুর্গাপুরে, নামল কমব্যাট ফোর্স, জখম পুলিশ আধিকারিক

তিন দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে দুর্গাপুরের নিউ টাউনশিপ এলাকার ২৩ বছর বয়সী যুবক ভৈরব ক্ষেত্রপালের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। রবিবার সকালে নিজের বাড়ির পেছনের একটি বাগান থেকে তার দেহ উদ্ধার হয়। এরপরই সোমবার ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে দেহ তুলে দিতেই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। মৃত যুবকের পরিবার ও প্রতিবেশীরা থানা ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ দেখান। এমনকি, থানা লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগও উঠেছে, যার আঘাতে এক পুলিশ আধিকারিক আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, ভৈরবের সঙ্গে স্থানীয় এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। তিন দিন আগে ওই তরুণীই তাকে ডেকে নিয়ে গিয়েছিল, এবং তারপর থেকেই ভৈরব নিখোঁজ ছিল। দেহ উদ্ধারের পর ভৈরবের পরিবার ওই তরুণীর পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে। ক্ষুব্ধ জনতা তরুণীর বাড়িতেও ভাঙচুর চালিয়েছে।
মৃতের আত্মীয় নমিতা ধাঙড় বলেন, “ভৈরবকে খুন করা হয়েছে। পুলিশ বলছে আত্মহত্যা। আমরা অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি।”
অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতেই সোমবার সন্ধ্যায় নিউ টাউনশিপ থানার সামনে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা থানা লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কমব্যাট ফোর্স নামাতে হয়। ইটের আঘাতে সিটিসেন্টার আইসি সুদীপ বিশ্বাসের মাথায় আঘাত লাগে।
নিউ টাউনশিপ থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন এবং তাদের লিখিত অভিযোগ জমা দিতে বলেছেন। এই ঘটনার পর থেকেই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।